ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আয়নাঘরে সারাক্ষণ ফ্যান চলতো, বন্ধ হলে কান্না আর গোঙানির আওয়াজ পাওয়া যেত

প্রকাশিত: ১৬:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৬:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘরে সারাক্ষণ ফ্যান চলতো, বন্ধ হলে কান্না আর গোঙানির আওয়াজ পাওয়া যেত

ছবিঃ সংগৃহীত

প্রেস সচিব শফিকুল আলম তাঁর ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এই সংক্রান্ত একটি পোস্ট শেয়ার করেছেন, যেখানে বলা হয়েছে, "এই চেয়ারটা দেখে রাখা জরুরি। ফ্যাসিবাদের জননী শেখ হাসিনার আয়নাঘরের একটি কক্ষে রাখা এই চেয়ার (আগারগাঁও অঞ্চলে)।

উল্লেখিত পোস্টে আরো লেখা হয়েছে, 'হাই ভ্যালু' বন্দিদের ইলেকট্রিক শক দিতে ব্যবহার হতো এই চেয়ার। ডিজিএফআই-এর কাউন্টার টেরোরিজম ইন্টেলিজেন্স ব্যুরো (সিটিআইবি) এই আয়নাঘরের দায়িত্বে ছিল। সারাক্ষণ একজস্ট ফ্যান চলত এই ঘরগুলিতে, ফ্যান বন্ধ হলেই কান্না আর গোঙানির শব্দ শোনা যেত।"

তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/161xT3d6bA/

মারিয়া

×