![ইসলামোফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন আর পুনরাবৃত্ত হবেনা ইসলামোফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলিমদের নিপীড়ন আর পুনরাবৃত্ত হবেনা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_16-10-5-2502121013.jpg)
ছবিঃ সংগৃহীত
দেশে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এক ফেসবুক পোস্টে নাগরিকদের সতর্ক করেছেন সমন্বয়ক মাহফুজ আলম। তিনি বিশেষ করে ‘তৌহিদী জনতা’ নামে পরিচিত গোষ্ঠীকে উদ্দেশ্য করে বলেন, তিনি কোনো হুমকি দেননি, বরং সতর্ক করেছেন।
তার বক্তব্যে তিনি উল্লেখ করেন, গত ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হওয়া জনগণ অভ্যুত্থানে ভূমিকা রেখে একটি জাতীয় সম্ভাবনা তৈরি করেছেন। তবে মব সংস্কৃতির কারণে সেই সম্ভাবনা নষ্ট হচ্ছে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, “আমার আপনাদের প্রতি কোনো ঘৃণা নেই, বরং দেশের সব নাগরিকের মতো আপনাদের প্রতিও দরদ আছে। আলেমদের প্রতি আমার সম্মান রয়েছে। আমি নিজেও বিশ্বাসী মুসলিম এবং তৌহিদবাদী, কিন্তু কেউ যদি তৌহিদের নামে উগ্রতা প্রদর্শন করে, তাহলে তার পরিণতি সম্পর্কে সতর্ক করাও আমার দায়িত্ব।”
নৈরাজ্য সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানের ইঙ্গিত
পোস্টে মাহফুজ আলম স্পষ্টভাবে জানান, বাংলাদেশে এখন স্থিতিশীলতা দরকার এবং বিপ্লবী জনতা ও উদ্দেশ্যহীন মব সংস্কৃতির মধ্যে পার্থক্য রয়েছে। তার মতে, লক্ষ্যহীন বিশৃঙ্খলা ও নৈরাজ্যের সুযোগ নিচ্ছে রাষ্ট্রের শত্রুরা। তাই রাষ্ট্রের অখণ্ডতা, নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে সরকারকে কঠোর হতে হবে।
তিনি বলেন, “এ কঠোরতার হুঁশিয়ারি শুধু অপরাধীদের জন্য, যারা তৌহিদের নামে নৈরাজ্য সৃষ্টি করছে। তবে অতীতে যেভাবে ইসলামফোবিয়ায় আক্রান্ত হয়ে সাধারণ মুসলমানদের নিপীড়ন করা হয়েছে, তা কোনোভাবেই পুনরাবৃত্ত হবে না।”
প্রজ্ঞার অভাব হলে বিপদ আসবে
তিনি আরও বলেন, “আলেম-উলামা ও মাদ্রাসার ছাত্ররা গত ১৫ বছর ধরে নিপীড়নের শিকার হয়েছেন, এমনকি সাম্প্রতিক অভ্যুত্থানেও রক্ত দিয়েছেন। কিন্তু এত ত্যাগের পর যদি স্বাধীনতা রক্ষায় প্রজ্ঞার অভাব দেখা দেয়, তাহলে নতুন দমন-পীড়নের আশঙ্কা রয়েছে। আমি শুধু সেই সতর্কতাই উচ্চারণ করেছি।”
ব্যক্তিগত আক্রমণ এড়িয়ে ঐক্যের ডাক
তার পোস্টে তিনি মুসলিম সম্প্রদায়ের প্রতি বিভাজন ও ঘৃণা পরিহারের আহ্বান জানিয়ে বলেন, “নবীজির অনুসারী হিসেবে আমাদের উচিত ব্যক্তি আক্রমণ, সন্দেহ ও পরিবারের সদস্যদের হুমকি দেওয়া থেকে বিরত থাকা। আমাদের উচিত রাষ্ট্রকে সবার জন্য গড়ে তোলা এবং পারস্পরিক সম্মান ও মর্যাদার ভিত্তিতে নতুন বাংলাদেশ তৈরি করা।”
মাহফুজ আলমের এই বার্তা সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচিত হয়েছে এবং বিভিন্ন মহলে প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে তার এই সতর্কবার্তা কতটুকু প্রভাব ফেলবে, তা এখন দেখার বিষয়।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/15dp4p45Y4/
মারিয়া