![আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিলো আমাকে ২০-২৪ জুলাই আয়নাঘরের এই কক্ষে গুম করে রাখা হয়েছিলো](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11-2502120842.jpg)
ছবি: সংগৃহীত
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তার ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন যে, তাকে ২০-২৪ জুলাই,২০২৪ তাকে গোপন কারাগার 'আয়নাঘরের' একটি কক্ষে গুম করে রাখা হয়েছিলো।
তিনি দাবি করেন, নাহিদ ভাইকেও একই ভবনের অন্য একটি সেলে বন্দী রাখা হয়েছিলো। দেয়ালের টেক্সচার দেখে তিনি শনাক্ত করেছেন এবং দেয়ালের ছিদ্রগুলোর মধ্যে এক্সস্ট ফ্যান ছিলো, যা তাকে সেই স্থান সম্পর্কে নিশ্চিত করেছে।
সূত্রঃ https://www.facebook.com/share/19ArsZd3Yv/
জাফরান