ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

আয়নাঘর: রহস্যময় বন্দিশালা থেকে উদ্ধার নির্যাতনের বিশেষ চেয়ার!

প্রকাশিত: ১৪:২৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৪:৪৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

আয়নাঘর: রহস্যময় বন্দিশালা থেকে উদ্ধার নির্যাতনের বিশেষ চেয়ার!

ছবি: সংগৃহিত।

আজ (১২ ফেব্রুয়ারি) অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার দল 'আয়নাঘর' পরিদর্শন করছেন। পরিদর্শনকালে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া তার ভেরিফায়েড ফেসবুক পোস্টে একটি বিশেষ ইলেকট্রিক শক চেয়ারের ছবি শেয়ার করেছেন। পোস্টে তিনি উল্লেখ করেছেন, এটি আয়নাঘর থেকে উদ্ধার করা হয়েছে।

প্রসঙ্গত, আওয়ামী লীগ সরকারের শাসনামলে বিরোধী মতের বহু মানুষকে বিচারবহির্ভূতভাবে আটক করে অজ্ঞাত স্থানে নির্যাতনের অভিযোগ উঠেছিল। এসব অজ্ঞাত বন্দিশালার প্রতীকী নাম দেওয়া হয় ‘আয়নাঘর’। টর্চার চেয়ারের এই উদ্ধার সেই সময়ের নির্যাতনের বিষয়টি নতুন করে সামনে এনেছে।

 

সায়মা ইসলাম

×