ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

বহু নিরীহ সনাতনী হিন্দুদের আইডি হ্যাকড হবে: আসিফ সৈকত

প্রকাশিত: ১২:৩৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫

বহু নিরীহ সনাতনী হিন্দুদের আইডি হ্যাকড হবে: আসিফ সৈকত

সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে শাহবাগী ট্রাপ নিয়ে কথা বলেছেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আসিফ এ কথা জানান।

আসিফ তাঁর পোস্টে বলেন,ফেক আইডি , এমন অনেক আইডি এখন ওপেন হবে। ইসলাম নিয়া , রাসূল নিয়া কুৎসিত মন্তব্য করবে।জেহাদী চেতনা বা প্রতিবাদে মুখর করতে চাইবে আলেম সমাজকে।

শাহবাগী ট্রাপের কথা উল্লেখ করে তিনি আরো বলেন,এগুলা শাহবাগী ট্রাপ , শাহবাগকে জীবিত করাই তাদের শেষ আশ্রয়স্হল ।কৌশলী হউন, ইগনোর করতে শিখুন। রাসূলকে কেও গালি দিলে রাসূলের সম্মানহানী হবেনা , তিনি এসব গালির বহু উর্ধ্বে !বাট আপনাদের আবেগকে তারা পূঁজি করে শেষবার ঘুরে দাঁড়াতে চাইবে। আবেগী না হয়ে ক্যালকুলেটিভ হউন।

হুট করে রিয়েক্ট করবেন না উল্লেখ করে তিনি আরো বলেন,আর হিন্দু আইডি থেকে ইসলাম নিয়ে কুরূচিপূর্ণ লেখা পাবলিশড হলে হুট করে রিয়েক্ট করবেন না।আমার পরিচিত ২ জন হিন্দু চিকিৎসকের আইডি হ্যাকড হয়েছে গতকাল।আমার মনে হচ্ছে - বহু নিরীহ সনাতনী হিন্দুদের আইডি হ্যাকড হবে এবং সেখান থেকেই ইসলামবিরোধী পোস্ট করা হতে পারে ।

 

ফুয়াদ

×