![যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত-সারজিসরা যেসব আসন থেকে নির্বাচন করতে পারেন হাসনাত-সারজিসরা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-79-2502120633.jpg)
ছবি সংগৃহীত
১৩তম জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দেশের রাজনীতিতে নতুন উন্মাদনা সৃষ্টি হয়েছে। জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নতুন রাজনৈতিক দল গঠনের কাজ এগিয়ে নিচ্ছে।
ধারণা করা হচ্ছে, চলতি মাসের শেষেই এই নতুন দল আত্মপ্রকাশ করতে পারে। এ দলে জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শিক্ষার্থী ও তরুণদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে। নতুন রাজনৈতিক দলের বেশ কয়েকজন সম্ভাব্য প্রার্থীর নাম ইতোমধ্যে প্রকাশ্যে এসেছে। একাধিক সূত্র জানায় আসন্ন নির্বাচনে যেসব আসন থেকে নির্বাচনে করতে পারেন ছাত্র নেতারা।
রংপুর-৪: নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন
পঞ্চগড়-১: নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম
কুমিল্লা-৪: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ
নোয়াখালী-৬: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসুদ
চট্টগ্রাম: নাগরিক কমিটির কেন্দ্রীয় নির্বাহী সদস্য মুহাম্মদ হাসান আলী
আশিক