ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শুধু টুপি দাঁড়ির কারণে নিরীহ ছাত্রগুলো মব হয়ে গেছে: আসিফ সৈকত

প্রকাশিত: ১২:১৭, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শুধু টুপি দাঁড়ির কারণে নিরীহ ছাত্রগুলো মব হয়ে গেছে: আসিফ সৈকত

সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে মব নিয়ে কথা বলেছেন।

আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আসিফ সৈকত এ কথা জানান।

আজ তাঁর ফেসবুক পোস্টে বলেন,শুধু টুপি দাঁড়ির কারণে নিরীহ ছাত্রগুলো মব হয়ে গেছে।

জয় বাংলা' স্লোগানের উল্লেখ করে তিনি আরো বলেন,আর প্রকাশ্যে 'জয় বাংলা' স্লোগান দিয়ে গায়ে হাত তোলা ফুলহাতা মাডার্সোড্টা পার পেয়ে যাচ্ছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত আসিফ সৈকতের পোস্টটি ১৩০০ রিয়েক্ট এর সাথে ৩৮ বার শেয়ার হয়েছে।

ফুয়াদ

×