ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

নাম ভাঙিয়ে স্বার্থ উদ্ধারের নিন্দা সাংবাদিক ইলিয়াসের

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১২:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:২০, ১২ ফেব্রুয়ারি ২০২৫

নাম ভাঙিয়ে স্বার্থ উদ্ধারের নিন্দা সাংবাদিক ইলিয়াসের

ছবি: সংগৃহীত

সম্প্রতি একটি অসাধু কর্মকান্ডের শিকার হয়েছেন প্রবাসী সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসাইন। বুধবার সকালে এক ফেসবুক পোস্টে তিনি এ কথা জানান।
ইলিয়াস তার ভেরিফায়েড ফেসবুক পেইজে লিখেন, বেশ কয়েকজনের কাছে একই ধরনের অভিযোগ পেলাম যে, আমার নামে ভয়ভীতি দেখিয়ে একটি অসাধু গোষ্ঠী স্বার্থ উদ্ধারের চেষ্টা করছে! আমি স্পষ্টভাবে বলতে চাই আমি যদি কারও ব্যাপারে কোন অনুসন্ধানে নামি এবং কারও অপরাধের প্রমান পাই তাহলে পৃথিবীর সবকিছু দিয়ে দিলেও আমি সেটা প্রকাশ করবোই৷ টাকাপয়সা দিয়ে সেই নিউজ আটকানো যাবে না৷


তিনি পূর্ববর্তী একটি ঘটনার দৃষ্টান্ত টেনে বলেন, সবশেষ পুলিশের এসপি আব্দুল্লাহ আরেফের নিউজ করতে গিয়ে আমাকে নানা প্রলোভন দেখানো হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ ব্যাক্তিদের কল পেয়েছি কিন্তু আমি সবাইকে সম্মানের সাথে একই কথা বলেছি আমার সাথে আরেফের ব্যক্তিগত সমস্যা নেই৷ যাদের সাথে তিনি প্রতারণা করেছেন তারা যদি এসে বলেন তাদের অভিযোগ তুলে নিচ্ছেন তাহলেই শুধু নিউজ বন্ধ হবে৷ সেটা করতে ব্যর্থ হবার পর নিউজ প্রচার হয়েছে এবং পুলিশ কর্তৃপক্ষ তাকে ওএসডি করেছেন৷ আমার সব অনুসন্ধানের ক্ষেত্রে একই নিয়ম প্রযোজ্য হবে৷ অতএব কেউ গিয়ে যদি কোন ব্যক্তি, প্রতিষ্ঠান বা মন্ত্রনালয়ের কর্মকর্তাকে আমার লোক পরিচয় দিয়ে কোন বিষয়ে সমঝোতার প্রস্তাব দেয় বা কোন অবৈধ কাজ করে দেয়ার চাপ দিতে গিয়ে আমার ভয় দেখায় তাহলে আগে তাকে পুলিশের হাতে তুলে দিয়ে তারপর আমাকে জানানোর অনুরোধ থাকলো৷

মুমু

×