ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি এনবিআরের ভ্যাট নিবন্ধনে

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ১০:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১০:০৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫

ছয় মাসে ২৬ শতাংশ প্রবৃদ্ধি এনবিআরের ভ্যাট নিবন্ধনে

ছবি: সংগৃহীত

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত ছয় মাসে নতুন ভ্যাট নিবন্ধন প্রদানে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। জুলাই-আগস্ট মাসের চ্যালেঞ্জ মোকাবিলা করে এনবিআর ২৬ শতাংশ নিবন্ধন বৃদ্ধির সফলতা পেয়েছে। যদিও ২০২৪ সালের আগস্ট মাসে নতুন নিবন্ধনের হার ২৫ শতাংশ হ্রাস পেয়েছিল, পরবর্তী সময়ে কার্যকর পদক্ষেপের ফলে এ প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে।

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২ অনুযায়ী ভ্যাট নেট সম্প্রসারণে এনবিআর নতুন কৌশল গ্রহণ করেছে। বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় সম্পৃক্ততায় নতুন করদাতা শনাক্তে উদ্যোগ নেওয়া হয়। এরই ধারাবাহিকতায় আগস্ট ২০২৪ থেকে জানুয়ারি ২০২৫ পর্যন্ত সময়কালে নতুন নিবন্ধনের হার ২৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

২০২৩ সালের আগস্ট মাসে ভ্যাট নিবন্ধন সংখ্যা ছিল ৫,৬৪৪টি, যা ২০২৪ সালের আগস্টে কমে ৪,২২৮টিতে দাঁড়ায়। তবে নতুন প্রশাসনের কার্যকর নীতির ফলে এই ধাক্কা সামলে এনবিআর পুনরায় নিবন্ধন বৃদ্ধির ধারা বজায় রাখতে সক্ষম হয়েছে।

নতুন ব্যবসায়ীদের ভ্যাট নেটওয়ার্কের আওতায় আনতে এনবিআর বার্ষিক টার্নওভার সীমা ৩ কোটি টাকা থেকে কমিয়ে ৫০ লাখ টাকা নির্ধারণ করেছে। এর মধ্যে ৩০ লাখ টাকা পর্যন্ত টার্নওভার ভ্যাটমুক্ত রাখা হয়েছে এবং ৫০ লাখ টাকা পর্যন্ত সীমার মধ্যে থাকা প্রতিষ্ঠানগুলোর জন্য বিশেষ নিয়ম চালু করা হয়েছে।

মাঠ পর্যায়ের কর্মকর্তাদের নতুন নিবন্ধন বৃদ্ধিতে উৎসাহিত করতে এনবিআর করদাতাদের সঙ্গে সেবামূলক মনোভাব বজায় রাখার নির্দেশ দিয়েছে। একই সঙ্গে, কর্মকর্তাদের উদ্ভাবনী চিন্তা ও কার্যকর উদ্যোগ গ্রহণের জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। নিবন্ধন বৃদ্ধিতে সফল কর্মকর্তাদের ‘বিশেষ স্বীকৃতি’ প্রদান করা হবে।

বর্তমান প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকলে আগামী ছয় মাসে নতুন ভ্যাট নিবন্ধনের হার ৫০ শতাংশ পর্যন্ত উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই লক্ষ্যে ব্যবসায়ী, গণমাধ্যম এবং সংশ্লিষ্ট সকল পক্ষকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি গ্রহণ ও সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

এনবিআরের এই উদ্যোগ দেশের রাজস্ব ব্যবস্থাকে আরও সুসংগঠিত ও কার্যকর করতে সহায়তা করবে বলে আশা করা হচ্ছে।

ইসরাত জাহান

×