ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

যুগ্ম সচিব থেকে বাধ্যতামূলক অবসর: পরে পদোন্নতি পেয়ে হলেন অতিরিক্ত সচিব

স্টাফ রিপোর্টার, বরিশাল

প্রকাশিত: ০৭:৫৫, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০৭:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

যুগ্ম সচিব থেকে বাধ্যতামূলক অবসর: পরে পদোন্নতি পেয়ে হলেন অতিরিক্ত সচিব

ছবি সংগৃহীত

যুগ্ম সচিব থেকে বাধ্যতামূলক অবসরের পরে এবার পদোন্নতি পেয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়ে যোগদান করেছেন বরিশালের বাবুগঞ্জ উপজেলার কৃতি সন্তান মো. বজলুর রশিদ।

তিনি উপজেলার চাঁদপাশা ইউনিয়নের কুলচর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে।

জানা গেছে, বজলুর রশিদ দীর্ঘদিন যুগ্ম সচিব পদ থেকে পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রকল্প পরিচালকের দায়িত্ব পালন করেছেন। চাকরিকালীন তিনি সৎ ও কর্মনিষ্ঠার সাথে সকলের কাছে ছিলেন ব্যাপক প্রশংসনীয়। ২০২৪ সালে তাকে বাধ্যতামূলকভাবে চাকরি থেকে অবসর দেওয়া হয়।

বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার তার (বজলুর রশিদ) সততা, স্বচ্ছতার দিক বিবেচনা করে পুনরায় গত ৯ ফেব্রুয়ারি সরকারের গুরুত্বপূর্ণ জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদোন্নতি দিয়ে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত সচিব পদে নিয়োগ প্রদান করেন।

ফলশ্রুতিতে, গত ১০ ফেব্রুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব হিসেবে মো. বজলুর রশিদ যোগদান করেছেন।

আশিক

×