ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাসিনার পতনের পর প্রথমবার মুখোমুখি ভারত-বাংলাদেশ!

প্রকাশিত: ০৬:৪২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনার পতনের পর প্রথমবার মুখোমুখি ভারত-বাংলাদেশ!

ছবি সংগৃহীত

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠক করতে পারেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সবকিছু ঠিক থাকলে, আগামী ১৬-১৭ ফেব্রুয়ারি ওমানের রাজধানী মাসকাটে অনুষ্ঠিতব্য "ইন্ডিয়ান ওশান কনফারেন্স"-এর ফাঁকে এই বৈঠক অনুষ্ঠিত হতে পারে।

সংবাদ সংস্থা পিটিআই বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’-এর বরাত দিয়ে জানিয়েছে এ তথ্য। যদিও নয়াদিল্লি থেকে এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।

গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর থেকেই বাংলাদেশ-ভারত কূটনৈতিক সম্পর্কে কিছুটা অস্থিরতা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে, সংখ্যালঘুদের নিরাপত্তা ও শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ বাড়িতে হামলার প্রসঙ্গে ভারত উদ্বেগ প্রকাশ করেছিল। অন্যদিকে, মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার স্পষ্ট করে দিয়েছে যে, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের মন্তব্য তারা পছন্দ করছে না।

হাসিনার প্রত্যর্পণের দাবি ও ভারতে সাময়িক আশ্রয় নেওয়া তাঁর বক্তব্য নিয়ে ইতোমধ্যেই দুই দেশের মধ্যে মতবিরোধ সৃষ্টি হয়েছে। এমতাবস্থায়, জয়শঙ্কর-তৌহিদ বৈঠক নতুন মোড় আনতে পারে বলে মনে করা হচ্ছে।

গত ডিসেম্বরেই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি ঢাকা সফর করেন এবং অন্তর্বর্তী সরকারের সঙ্গে কূটনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। সেই সময় তৌহিদ হোসেন জানান, ৫ আগস্টের পর ভারত-বাংলাদেশ সম্পর্কে গুণগত পরিবর্তন এসেছে, এবং তা মেনেই দুই দেশকে এগিয়ে যেতে হবে।

সূত্র: আনন্দবাজার 

আশিক

×