ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

শাহজালালে দুই লাগেজ চোর আটক

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৩:৩৬, ১২ ফেব্রুয়ারি ২০২৫

শাহজালালে দুই লাগেজ চোর আটক

ছবি; সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে দুই লাগেজ চোরকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়ন। তারা হলেন- শাহদুজ্জামান খোকন (৫৫) ও নিজাম উদ্দিন (৪৪)। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) আটকের পর দুজনকে অর্থদণ্ড দিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিমানবন্দর এপিবিএন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গত ১৭ জানুয়ারি ও ৭ ফেব্রুয়ারি দুজন প্রবাসীর ব্যাগ হাতিয়ে নেয় একটি চক্র। তাদের ব্যাগে প্রায় সাড়ে ৮ হাজার রিয়ালসহ প্রয়োজনীয় কাগজপত্র ছিল। চুরির বিষয়টি উল্লেখ করে দুজনেই এপিবিএন অফিসে অভিযোগ করেন। প্রথম ঘটনার ফুটেজ পাওয়া না গেলেও দ্বিতীয় ঘটনা সিসিক্যামেরায় ধরা পড়ে। ঘটনার সত্যতা পেয়ে নজরদারি বৃদ্ধি করে এপিবিএন। 

মঙ্গলবার খোকন ও নিজামকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখে এপিবিএন তাদের আটক করে বিমানবন্দর অফিসে নিয়ে আসে। জিজ্ঞাসাবাদে তারা অপরাধের কথা এপিবিএনের কাছে স্বীকার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভুক্তভোগীদের অভিযোগের প্রেক্ষিতে আটক দুজনকে বিমানবন্দর ম্যাজিস্ট্রেট কোর্টে পাঠানো হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান আটক দুজনকে ১০ হাজার করে অর্থদণ্ড দেন।

এপিবিএন জানিয়েছে, চুরি হওয়া ব্যাগ উদ্ধার করে যাত্রীদের বুঝিয়ে দেওয়া হয়েছে। 
 

শহীদ

×