ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

হাসিনাকে ফেরত না পাঠালে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ, বললেন সাবেক সেনা কর্মকর্তা

প্রকাশিত: ০০:৪৪, ১২ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০০:৫৩, ১২ ফেব্রুয়ারি ২০২৫

হাসিনাকে ফেরত না পাঠালে বাংলাদেশে ভারতীয় দূতাবাস বন্ধ, বললেন সাবেক সেনা কর্মকর্তা

ছবি : জনকণ্ঠ

সাবেক সেনা কর্মকর্তা হাসিনুর রহমান তার ফেসবুক স্ট্যাটাসে বাংলাদেশ ও ভারতের রাজনৈতিক সম্পর্ক নিয়ে তীব্র মন্তব্য করেছেন। তিনি পোস্টে ভারতের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেন এবং হাসিনাকে ফ্যাসিস্ট সরকার বলে উল্লেখ করেন। হাসিনা সরকারের বিরুদ্ধেও কঠোর ভাষা ব্যবহার করেন।

তার স্ট্যাটাসে তিনি লেখেন, “ফ্যাসিস্ট হাসিনার বক্তব্য প্রচার প্রমাণ করে ভারত আসল শয়তান। ফ্যাসিস্ট হাসুকে ফেরত পাঠাও, নতুবা হাইকমিশন ফেরত যাও। তোমাদের ছাড়া আমরা চলতে পারবো ইনশাআল্লাহ।”

তার এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে এবং নানান প্রতিক্রিয়ার সৃষ্টি করে। 

এ নিয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ ধরনের মন্তব্য বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে উত্তেজনা বাড়াতে পারে।

মো. মহিউদ্দিন

×