![হয়ত আমি মারা যাব, কিন্তু আপনারা চিকিৎসকরা ভালো থাকবেন: নিরুপম দাশ হয়ত আমি মারা যাব, কিন্তু আপনারা চিকিৎসকরা ভালো থাকবেন: নিরুপম দাশ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/6-3-2502111746.jpg)
চট্রগ্রাম মেডিকেল কলেজের সাবেক ডাক্তার নিরুপম দাশ আজ এক ফেসবুক পোস্টের মাধ্যমে তাঁকে হত্যার হুমকির কথা জানিয়েছেন।
আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) তাঁর ব্যাক্তিগত ভেরিফায়েড ফেসবুক পোস্টের মাধ্যমে একথা নিশ্চিত করেছেন তিনি।
নিরুপম দাশ তাঁর পোস্টে উল্লেখ করেন,এই ইন্টারনেট নাম্বার থেকে সন্ধ্যা ৭ টা ৭ মিনিটে , আমাকে ফোন করে অকথ্য গালাগালি আর মব তৈরি করে হত্যার হুমকি দেয়।
তিনি তাঁর পোস্টে আরো উল্লেখ করেন,আমি চিকিৎসকের পক্ষে কথা বলার জন্য যদি আমার জীবন বিপন্ন হয় তাহলে আমি আর কথা বলবনা।হয়ত আমি মারা যাব, কিন্তু আপনারা চিকিৎসকরা ভালো থাকবেন।
স্বৈরচারের দোষর উল্লেখ করে তিনি আরো বলেন আমি নাকি স্বৈরচারের দোশর।তাই মব তৈরি করে আমাকে হত্যা করা যায়েজ।
ফুয়াদ