ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

অপারেশন ডেভিল হান্ট

সারাদেশে গ্রেপ্তার ৬০৭ অন্য অভিযোগে আটক ১১৬৮

জনকণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩:১২, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সারাদেশে গ্রেপ্তার ৬০৭ অন্য অভিযোগে আটক ১১৬৮

সারাদেশে ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’

সারাদেশে ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৬০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর এ তথ্য জানায়।
এতে জানানো হয়, ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য অপরাধে সোমবার রাত থেকে মঙ্গলবার পর্যন্ত এক হাজার ৭৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার ৬০৭ জন এবং অন্যান্য মামলা ও ওয়ান্টেমূলে গ্রেপ্তার এক হাজার ১৬৮ জন।
এ ছাড়া, অপারেশন ডেভিল হান্টে এ পর্যন্ত দুটি বিদেশী পিস্তল, একটি এলজি, ওয়ান শূটারগান একটি, একটি পাইপগান, দুই রাউন্ড গুলি, ৫টি কার্তুজ, দুটি চাপাতি, ৬টি রামদা, ১৩টি চাকু, কুড়াল দুটি, একটি করাত, তিনটি হাতুড়ি, দুটি প্লাস, দুটি বাটাল ও দুটি লাঠি।
এদিকে, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় গত ২৪ ঘণ্টায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ আরও ১৯৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে নারায়ণগঞ্জে ৬০, নীলফামারী (রংপুর রেঞ্জ) ২১, বাগেরহাটে ২০, ফেনীতে ১৮, বরিশালে ১৬, মানিকগঞ্জে ১১, লক্ষ্মীপুরে ১১, চুয়াডাঙ্গায় ৯, চাঁদপুরে ৫, ঝিনাইদহে ৫, টাঙ্গাইলে ৪, চট্টগ্রাম (বাঁশখালী) ৩, রাজশাহীতে ৩, ভোলায় ২, নোয়াখালী (হাতিয়া) ২ এবং পটুয়াখালী (কলাপাড়া), নাটোর (লালপুর) ও কিশোরগঞ্জে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।  

অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা ও আগের মামলায় আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীসহ অভিযুক্তদের আটক করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে ২০ জন ও পুলিশের অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার ভোর পর্যন্ত বিভিন্ন থানার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে কারও কারও বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার মামলা রেয়েছে।

এ ছাড়া বিভিন্ন মামলার ওয়ারেন্ট আছে তাদের বিরুদ্ধে। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) তারেক আল মেহেদী। তিনি জানান, নারায়ণগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে জেলার বিভিন্ন থানা এলাকা থেকে ২০ জন গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়াও বিভিন্ন মামলার ওয়ারেন্ট সহ মামলার অভিযুক্ত ২০ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
মুন্সীগঞ্জ ॥ টঙ্গীবাড়ি থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে উপজেলা সদরের বাঁশবাড়িতে অভিযান চালিয়ে আতাউর রহমানের নির্মাণাধীন দ্বিতীয় তলা ভবনের নিচতলায় খোলা টয়লেট থেকে সক্রিয় একটি চায়না রাইফেল উদ্ধার করা হয়। যার বডি নাম্বার এ-০৩৭০৩, বাট নাম্বার- ১৫, আরসি ০৩৭০৩।

পুলিশ জানায়, মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে বাঁশবাড়ি এলাকার মৃত হাজী মীর আলী বেপারীর ছেলে আতাউর রহমানের নির্মাণাধীন বিল্ডিংয়ে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে টঙ্গীবাড়ি থানার উপ-পরিদর্শক শাহ আলী বলেন, ডেভিল হান্ট অপারেশনের অংশ হিসেবে অভিযান চালিয়ে থানা থেকে লুট হওয়া একটি সক্রিয় চায়না রাইফেল উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় প্রাথমিকভাবে আতাউর রহমানের সঙ্গে কোনো সংশ্লিষ্টতা পাওয়া না যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি। জড়িতদের খুঁজে বের করতে অনুসন্ধান অব্যাহত রয়েছে। তিনি জানান, ৫ আগস্ট টঙ্গীবাড়ি থানায় হামলা ও লুটপাটের সময় অস্ত্রটি খোয়া গিয়েছিল।
রাজশাহী ॥ মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার পর্যন্ত ২৪ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলেন- সুমন, হাফিজুর রহমান সাগর ও আতিকুর রহমান।

এদের মধ্যে সুমন রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার কাদিরগঞ্জ এলাকার আব্দুস সালাম ওরফে মানুর ছেলে ও নগরীর ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক, হাফিজুর রহমান কাশিয়াডাঙ্গা থানার হড়গ্রাম এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে ও কাশিয়াডাঙ্গা থানার যুব মৈত্রীর সাবেক আহ্বায়ক এবং ছাত্রলীগকর্মী আতিকুর রহমান রাজশাহী জেলার বাগমারা থানার ভাতঘরপাড়ার আব্দুল খালেকের ছেলে।  পুলিশ জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, বিস্ফোরণ ঘটানো, সন্ত্রাসী কর্মকা-ে জড়িত থাকার অভিযোগে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 
এদিকে, জেলায় আওয়ামী মহিলা লীগের এক কর্মীকে বেঁধে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার দিবাগত রাতে নগরের কাদিরগঞ্জ আমবাগান এলাকায় রুমানা ইসলাম আঁখি নামের ওই মহিলালীগ কর্মীকে বেঁধে মারধর করা হয়। পরে খবর পেয়ে বোয়ালিয়া থানা পুলিশ তাকে আটক করে। 
বরিশাল ॥ জেলা পুলিশের অভিযানে অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে ১৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার দিনভর নগরী ও জেলার বিভিন্ন থানায় পুলিশ এ অভিযান পরিচালনা করেন। তথ্যের সত্যতা নিশ্চিত করে জেলা পুলিশ সুপার শরিফ উদ্দিন জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে অধিকাংশই আওয়ামী লীগের নেতাকর্মী।

তাদের বিরুদ্ধে আগে থেকেই বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমের অভিযোগে মামলা রয়েছে। অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে ১১ জন এবং বরিশাল নগরী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সুপার আরও বলেন, দেশের সার্বিক পরিস্থিতি শান্ত রাখার জন্য অপারেশন ডেভিল হান্ট চলমান রয়েছে।
হাতিয়া, নোয়াখালী ॥ উপজেলার চরকিং ইউনিয়নে অভিযান চালিয়েছে নৌবাহিনী, কোস্টগার্ড ও পুলিশ। এ সময় একটি বিদেশী পিস্তল, ম্যাগজিনসহ ১ রাউন্ড গুলি, ৩টি একনলা বন্দুক, ৮টি কার্তুজ, ২০টি ককটেল, ২টি ডেগার, ৩টি ক্রিজ ও ১টি তলোয়ার জব্দ করা হয়। মঙ্গলবার দুপুরে হাতিয়া থানায় এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন, নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার আফসার উদ্দিন আহমেদ।

তিনি জানান, সোমবার দিবাগত রাত ১১টার দিকে যৌথবাহিনীর দলটি চরকিং ইউনিয়নের ২নং ওয়ার্ড কলেজ রোডের হাজী আব্দুল বাসার মার্কেট এলাকার কাউসার মিয়ার ব্রিকফিল্ডের সামনে পৌঁছলে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি ককটেল নিক্ষেপ করতে থাকে। 
কামান্ডার আরও জানান, সন্ত্রাসীদের ককটেল নিক্ষেপের ফলে আত্মরক্ষার্থে যৌথবাহিনীর সদস্যরা সন্ত্রাসীদের ছত্রভঙ্গ করতে ২৪ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে সন্ত্রাসীরা পিছু হটতে শুরু করলে যৌথবাহিনী তাদের ধাওয়া করে নবীর উদ্দিন ও ইমাম হোসেন নামের দুইজনকে আটক করে এবং তাদের কাছ থেকে অস্ত্র ও গুলিগুলো জব্দ করে। 
চাঁদপুর ॥ শহরে যৌথবাহিনীর অভিযানে একটি শটগান ও দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে আটক করা হয়েছে। মঙ্গলবার ভোরে শহরের ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সকালে এক বিজ্ঞপ্তিতে চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। অভিযানে আটক ব্যক্তিরা হলেন- মো. মামুন (২৮), আব্দুল হালিম রকি (২৩), মো. বেলাল (৪০), মো. সুজন (২৮) ও মো. লিটন (২৫)।
প্রাপ্ত তথ্যে জানা গেছে, চাঁদপুর আর্মি ক্যাম্প থেকে ওয়্যারলেস মোড়, মুন্সিবাড়ী, ইবুগাজী মেস এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পাঁচ ব্যক্তিকে আটক করা হয় এবং তাদের কাছ থেকে একটি শটগান, তিনটি শটগান অ্যামুনিশন, একটি ওয়ার রড কাটার, একটি গ্রাইন্ডার মেশিন, একটি নাট রেঞ্জ, দুটি পাইপ স্টিক, একটি মাঝারি হাতুড়ি, একটি চাকু, একটি শিলাই রেঞ্জ, একটি কাটিং প্লাস, একটি রশি, একটি গাড়ির নেমপ্লট, তিনটি গ্যাস লাইট, তিনটি ইয়াবা সেবন পাইপ উদ্ধার করা হয়।
বাগেরহাট ॥ ডেভিল হান্ট অভিযানের তৃতীয় দিনে মঙ্গলবার বিকেল পর্যন্ত ২৪ ঘণ্টায় আওয়ামী লীগ নেতা মো. আজিজুল মশাদীসহ ২০ জনকে আটক করেছে পুলিশ। আটকদের মধ্যে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন।
এদিকে, মোংলায় নৌবাহিনী, পুলিশ ও কোস্টাগার্ডের যৌথ অভিযানে বিদেশী আগ্নেয়াস্ত্র ও গোলাবারুদসহ ৪ জনকে আটক করেছে। আটককৃতরা হলেনÑ জাহাঙ্গীর হোসেন (৪৩), মো. ডালিম (৫২), শফিকুর রহমান (৭২), বিধান চন্দ্র রায় (৬৬)। এদের কাছ থেকে ১টি দুইনলা বিদেশী বন্দুক ও ১৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়।

অস্ত্রসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের অপারেশন কর্মকর্তা লেফট্যানেন্ট কমান্ডার অনিক মাহ্মুদ।
ভূঞাপুর, টাঙ্গাইল ॥ আপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে দুই আওয়ামী লীগ নেতাকে গ্রেপ্তার করেছে ভূঞাপুর থানা পুলিশ। সোমবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতরা হলোÑ ভূঞাপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. রফিকুল ইসলাম ও ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বেলাল হোসেন। ভূঞাপুর থানার ওসি মো. রেজাউল করিম জানান, তারা টাঙ্গাইল সদর থানায় নাশকতা মামলায় অভিযুক্ত। গ্রেপ্তার করে তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, মির্জাপুরে ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার সকালে দুটি স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন বলেন, অপারেশন ডেভিল হান্ট অভিযানের অংশ হিসেবে দুই ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করে মঙ্গলবার টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।
কলাপাড়া, পটুয়াখালী ॥ মহিপুর থানা পুলিশের অভিযানে মহিপুর থানা যুবলীগ সদস্য ও মহিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য মামুন হাওলাদার (৪৫) আটক হয়েছেন। সোমবার দিবাগত রাত ৩টার দিকে তাকে নিজ বাসা সেরাজপুর থেকে আটক করা হয়। ওসি তরিকুল ইসলাম  জানান, ডেভিল হান্ট অপারেশনে তাকে আটক করে নিয়মিত মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর ॥ জেলার পাঁচ উপজেলায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের ১১ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা উপজেলা ও পৌরসভা এবং ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

তাদের বিরুদ্ধে ৪ আগস্ট লক্ষ্মীপুরের তমিজ মার্কেট ও মাদাম ব্রিজ এলাকায় ছাত্র-জনতার ওপর হামলা মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। সদর, রামগঞ্জ ও রামগতি থানার ওসি মো. আবদুল মোন্নাফ, আবুল বাসার ও কবির হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, মঙ্গলবার ভোররাতে নিজ নিজ উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন বলেন, লক্ষ্মীপুরের ৫টি উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। 
ভোলা ॥ আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে ভোলায় যৌথবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় কোস্টগার্ড ও পুলিশ অভিযান চালিয়ে আরও দুইজনকে আটক করেছে। 
বাঁশখালী, চট্টগ্রাম ॥ চলমান অপারেশন ডেভিল হান্টের’ আওতায় বাঁশখালী থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ-যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা এ অভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ। 
চুয়াডাঙ্গা ॥ জেলায় অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ১২টা পর্যন্ত জেলার ৫টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) কনক কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন। 
ফেনী ॥ অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো  হয়েছে।

পুলিশ জানায়, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদের আটক করা হয। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজনকে ফেনী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। 
ঝিনাইদহ ॥ জেলায় বিশেষ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোররাতে জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগের দলীয় নেতাকর্মী। তাদের বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন ধরনের মামলা রয়েছে।

ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, অপারেশন ডেভিল হান্টের ঝিনাইদহের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে জেলহাজতে পাঠানো হয়েছে।
নীলফামারী ॥ উত্তরাঞ্চলের পুলিশের রংপুর রেঞ্জের বিভিন্নস্থানে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। এর মধ্যে রংপুর মহানগর পুলিশ কমিশনার মজিদ আলী জানান, নগরীর কোতোয়ালি থানা এলাকায় তিনজন রয়েছে। এ নিয়ে তিনদিনে এ অঞ্চলে ৭১ জনকে গ্রেপ্তার করা হলো। 
মানিকগঞ্জ ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযান পরিচলনা করে অস্থিতিশীলতা পরিকল্পনার অভিযোগে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার দিবাগত রাত ও দিনে সাতটি উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে জেলা পুলিশ।

গ্রেপ্তারকৃতরা সবাই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী। মানিকগঞ্জের পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তারের পর আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।
লালপুর, নাটোর ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযানে মতিউর রহমান (৫৭) নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করা হয়েছে। তিনি উপজেলার দুড়দুড়িয়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ড  আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক বলে জানা গেছে। মঙ্গলবার ভোরে উপজেলার বেড়িলাবাড়ী গ্রাম থেকে তাকে আটক করা হয়। লালপুর থানার ওসি নুরুজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
কিশোরগঞ্জ ॥ ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দাঁড়িয়ে ফেসবুকে ‘বিদায় বাংলাদেশ’ পোস্ট দিয়ে বাড়িতে আত্মগোপনে থাকা জেলার অষ্টগ্রাম উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ও অষ্টগ্রাম বাজার বণিক সমিতির সভাপতি রাজীব আহমেদ হেলুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার দিবাগত রাতে অষ্টগ্রাম সদরের মধুরহাটিতে নিজবাড়ি থেকে থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সহিংসতা চালানো ও মদদের অভিযোগে তিনটি মামলা রয়েছে। অষ্টগ্রাম থানার ওসি রুহুল আমিন বিষয়টি গণমাধ্যমে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

×