ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

জুলাই অভ্যুত্থান নিয়ে আজ জাতিসংঘ রিপোর্ট

কূটনৈতিক রিপোর্টার

প্রকাশিত: ২২:৫৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

জুলাই অভ্যুত্থান নিয়ে আজ জাতিসংঘ রিপোর্ট

জুলাই অভ্যুত্থান নিয়ে আজ জাতিসংঘ রিপোর্ট

জুলাই-আগস্ট অভ্যুত্থান চলাকালে মানবাধিকার লঙ্ঘনের বিষয়ে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন  আজ বুধবার তাদের প্রতিবেদন প্রকাশ করবে। মঙ্গলবার জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। 
গত বছরের ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে ছাত্র আন্দোলন চলাকালে সংঘটিত আন্দোলনের সময় মানবাধিকার লঙ্ঘন ও নির্যাতন বিষয়ে প্রতিবেদন প্রকাশ করবে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, গত মাসের শেষ সপ্তাহে জাতিসংঘ তাদের খসড়া প্রতিবেদন নিয়ে মতামতের জন্য বাংলাদেশ সরকারকে দিয়েছিল। সরকার গত সপ্তাহে মতামত জানিয়েছে। বাংলাদেশও প্রতিবেদনে নিজেদের পর্যবেক্ষণ দিয়েছে।

তদন্ত দলের সুপারিশে বাংলাদেশে মানবাধিকার কার্যালয় স্থাপনের সুপারিশ করলেও সরকার আপাতত এই বিষয়ে ধীরে চলো নীতিকে অনুসরণ করছে। প্রায় দেড়শ’ পৃষ্ঠার প্রতিবেদনে ঘটনা ও এর কারণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা এড়ানোর সুপারিশ করেছে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। 
নির্ভরশীল একটি সূত্র জানায়, গত বছরের ৫ আগস্ট ক্ষমতাচ্যুত হওয়া আওয়ামী লীগ সরকারের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে ব্যাপক হত্যাকা- ও মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ পেয়েছে বলে জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং মিশন জানায়। একইসঙ্গে ওই ঘটনাগুলোর আরও তদন্ত করার জন্য সরকারকে সুপারিশ বা পরামর্শ দিয়েছে ফ্যাক্ট ফাইন্ডিং মিশন। প্রতিবেদনে হেলিকপ্টার থেকে গুলির ঘটনার প্রমাণ পেয়েছে।

পাশাপাশি পুলিশের মৃত্যুর বিষয়টিও উঠে এসেছে। তবে ওই সুপারিশ বা পরামর্শগুলো বাংলাদেশ মানতে বাধ্য নয়। অন্যদিকে এ ধরনের ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের তথ্য-উপাত্ত আদালতে যুক্তি হিসেবে তুলে ধরার নজির রয়েছে।
জানা গেছে, জাতিসংঘ তদন্ত দলটি বিভিন্ন মাধ্যম থেকে তথ্য- উপাত্ত সংগ্রহসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছে। আহত, নিহত এবং সরকারি সংস্থাগুলো থেকে পৃথক পৃথকভাবে তথ্য নেওয়া হয়েছে।
জানা গেছে, জেনেভার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এর আগে গত সোমবার জানিয়েছিল আগামীকাল বৃহস্পতিবার এ প্রতিবেদন প্রকাশ করবে। তবে মঙ্গলবার পুনরায় নতুন তারিখ নির্ধারণ করে একদিন এগিয়ে নিয়ে আসা হয়েছে।
৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর গত ৮ আগস্ট প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে দায়িত্ব গ্রহণ করে অন্তর্বর্তী সরকার। দায়িত্ব গ্রহণের পরপরই জাতিসংঘ মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার টুর্ককে গণঅভ্যুত্থান চলাকালীন সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের বিষয়গুলো নিরপেক্ষ ও স্বাধীনভাবে তদন্ত করার জন্য একটি ফ্যাক্ট ফাইন্ডিং মিশন পাঠানোর অনুরোধ করে বাংলাদেশ সরকার।
গত বছরের আগস্টে জাতিসংঘের প্রাক-তদন্ত দল ঢাকা আসে। আর সেপ্টেম্বরে মূল তদন্ত কাজ শুরু হয়। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন গত ১ জুলাই থেকে ১৫ আগস্টের মধ্যে সংঘটিত মানবাধিকার লঙ্ঘনের ঘটনা স্বাধীন ও নিরপেক্ষভাবে তদন্ত করেছে। বুধবার জাতিসংঘের মানবাধিকার কার্যালয় এ প্রতিবেদন প্রকাশ করবে।

×