![ওসির নেতৃত্বে চাঁদাবাজি, ৮ জনের বিরুদ্ধে মামলা ওসির নেতৃত্বে চাঁদাবাজি, ৮ জনের বিরুদ্ধে মামলা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-81-2502111649.jpg)
ছবি: সংগৃহীত
পাহাড়তলী থানার ওসি (তদন্ত) বাবুল আজাদ এবং পুলিশের তিন কর্মকর্তাসহ মোট আটজনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করা হয়েছে। মামলার আবেদন করেন বিএনপি নেতা মামুন আলী ওরফে কিং আলী। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক আলমগীর হোসেন শুনানি শেষে সিআইডিকে মামলা তদন্তের নির্দেশ দিয়েছেন।
বাদী ও তার আইনজীবী জানিয়েছেন, ওসি তদন্ত বাবুল আজাদের নেতৃত্বে পুলিশ সদস্যরা মামুন আলী থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করেছিলেন। চাঁদা না পেয়ে ১৭ অক্টোবর মামুন আলীকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করে পুলিশ এবং ১৯ অক্টোবর তাকে দল থেকে বহিষ্কার করা হয়।
মামলার আসামিরা হলেন: ওসি তদন্ত বাবুল আজাদ, এসআই মানিক ঘোষ, আসাদুল হক, কিশোর মজুমদার, সাইফুল ইসলাম সুমন, আরিফ মঈনুদ্দিন, মো. আমান, এবং দিদার হোসেন সজিব। বাদী দাবি করেছেন যে, চাঁদা না দেওয়ার পর অভিযুক্তরা মামুনের ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ভাঙচুর ও লুটপাট করেন।
মামুন আলী ২০২৪ সালের ১০ অক্টোবর ৫ কোটি ৬০ লাখ টাকায় পাথর কিনে তা পাহাড়তলী টোল রোডের ডিপোতে রাখেন। ১৭ অক্টোবর এসআই মানিক ঘোষ এবং ওসি বাবুল আজাদ তার কাছ থেকে এক কোটি টাকা চাঁদা দাবি করেন। চাঁদা না দেওয়ার ফলে মামুন আলীকে থানায় নির্যাতন করা হয় এবং পরদিন তাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হয়। পরে, ২৪ অক্টোবর অভিযুক্তরা ৩০টি ট্রাক নিয়ে ডিপোর মালামাল লুট করে নেন।
মুহাম্মদ ওমর ফারুক