ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পুলিশে ৯০ ভাগ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, কথাটা অবিশ্বাস্য না: ইলিয়াস

প্রকাশিত: ২২:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

পুলিশে ৯০ ভাগ আওয়ামী লীগের পক্ষে কাজ করছে, কথাটা অবিশ্বাস্য না: ইলিয়াস

ছবি: সংগৃহীত

সাংবাদিক ইলিয়াস হোসেন এক ফেসবুক পোস্টে দাবি করেছেন যে, পুলিশের মধ্যে এখনো ৯০ শতাংশ সদস্য আওয়ামী লীগের পক্ষে কাজ করছে।

তিনি উল্লেখ করেন, সাবেক আইজিপি বেনজির আহমেদ এই তথ্য জানিয়েছেন। ইলিয়াস হোসেনের মতে, বেনজিরের এই মন্তব্য অবিশ্বাস্য কিছু নয়।

তার এই পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এ বিষয়ে মতামত জানাচ্ছেন, কেউ কেউ সমর্থন করছেন, আবার কেউ কেউ এ ধরনের তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলছেন।

তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।

×