![সাবেক কূটনীতিকের কাজের মেয়ে নির্যাতন, যা জানালেন সায়ের সাবেক কূটনীতিকের কাজের মেয়ে নির্যাতন, যা জানালেন সায়ের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/12-2502111612.jpg)
গ্রাফিক্স: জনকণ্ঠ
বাংলাদেশের কূটনৈতিক অঙ্গনে বিতর্কিত নিয়োগ ও পদোন্নতি নিয়ে সাংবাদিক জুলকারনাইন সায়ের তার এক নিবন্ধে পররাষ্ট্র সচিব মো. জসীম উদ্দিনের বিষয়ে বিস্তর আলোচনা করেছেন।
বাংলা আউটলুকে প্রকাশিত তার প্রতিবেদনে বলা হয়েছে, কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে লন্ডন মিশন থেকে পালিয়ে যাওয়া কূটনৈতিক মনজুরুল করিম খান চৌধুরীকে রাশিয়া ও মালয়েশিয়ায় রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিয়েছিলেন জসীম উদ্দিন।
প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১২ সালে লন্ডনে বাংলাদেশ হাইকমিশনে কর্মরত থাকাকালীন সময়ে মনজুরুল করিম ও তার স্ত্রীর বিরুদ্ধে কাজের মেয়েকে নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করে লন্ডন পুলিশ।
বিচারের মুখোমুখি হওয়ার নির্দেশ আসার পর, কূটনৈতিক দায়মুক্তির (Diplomatic Immunity) সুযোগ নিয়ে তিনি সপরিবারে লন্ডন থেকে পালিয়ে যান। এরপরও তাকে গুরুত্বপূর্ণ রাষ্ট্রদূতের দায়িত্ব দেওয়া হয়।
জুলকারনাইন সায়ের আরও লিখেছেন, ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে দায়িত্ব পালন করা মো. জসীম উদ্দিন ছিলেন আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি। ২০১৮ সালে তিনি জনপ্রশাসন পদক লাভ করেন, যা কেবলমাত্র সরকার-ঘনিষ্ঠদেরই দেওয়া হতো বলে প্রতিবেদনে দাবি করা হয়েছে।
এছাড়া, ফ্যাসিবাদের সঙ্গে ঘনিষ্ঠতার কারণে জসীম উদ্দিনকে গ্রিস, কাতার এবং সর্বশেষে বাংলাদেশের কৌশলগত মিত্র চীনে রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের অধীনে তাকে পররাষ্ট্র সচিব হিসেবে নিয়োগ দেওয়া হলে এই বিতর্ক আরও গভীর হয়।
নিবন্ধে আরও বলা হয়েছে, আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সুবিধাভোগী হিসেবে পরিচিত জসীম উদ্দিনের নিয়োগের খেসারত এখন পুরো পররাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হচ্ছে।
সূত্র: বাংলা আউটলুক
এম.কে.