![ফেসবুক পোস্টে নবীজির অবমাননা, গ্রেফতার না করলে মবের হুমকি ফেসবুক পোস্টে নবীজির অবমাননা, গ্রেফতার না করলে মবের হুমকি](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-11-at-92042-PM-2502111521.jpg)
ছবিঃ সংগৃহীত
ফেসবুক পোস্টে নবীজির অবমাননা, গ্রেফতার না করলে মবের হুমকি দিলেন লেখক ও সমালোচক মেহেদী হাসান। তিনি আহমেদ রফিকের পোস্ট শেয়ার দিয়ে বলেন, সরকারের দৃষ্টি আকর্ষণ করছি৷ আপনারা এই কুলাঙ্গারকে গ্রেফতার করুন। নবীর সম্মান আমাদের কাছে জীবনের চেয়ে বড়। এর বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেন, মব মব করে কাঁদবেন না। আপনাদের জন্য এটা টেস্ট কেস।
সমালোচক আহমেদ রফিক তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, আপনারা ব্যক্তিগত কিংবা সাংগঠনিকভাবে কোনো পদক্ষেপ নিবেন না। এটা প্রশাসনের জন্য একটা টেস্ট কেইস। এই লোকের অপরাধ প্রচলিত আইনেই শাস্তিযোগ্য। প্রশাসন যদি যথাযথ পদক্ষেপ নেয় সেটাই হবে জনতাকে আইন হাতে তুলে নেওয়া থেকে বিরত রাখার কার্যকর পদক্ষেপ। প্রশাসন প্রমাণ করুক।
উল্লেখ্য যে, সোহেল হাসান গালিব নামে একটি ফেসবুক আইডি থেকে মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) একটি স্ট্যাটাস দিয়ে মহানবী (সা:) কে কটূক্তি ও অবমাননা করা হয়।
যার প্রেক্ষিতে আহমেদ রফিক ও মেহেদী হাসান তাঁদের প্রতিক্রিয়া জানান।
রিফাত