![নতুন রাজনৈতিক দল গঠনের ক্যাম্পেইন আপনার চোখে নতুন বাংলাদেশ শুরু আগামীকাল: হাসনাত নতুন রাজনৈতিক দল গঠনের ক্যাম্পেইন আপনার চোখে নতুন বাংলাদেশ শুরু আগামীকাল: হাসনাত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-2_17-48-31-2502111509.jpg)
ছবিঃ সংগৃহীত
সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ফেসবুক পোস্টে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে শুরু হওয়া আন্দোলন একসময় গণঅভ্যুত্থানে রূপ নেয়, যেখানে বিপ্লবী ছাত্রসমাজের অবদান ছিল অনস্বীকার্য। এবার সেই তরুণরাই এগিয়ে আসছেন একটি নতুন রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নিয়ে।
ছাত্রসমাজের প্রত্যাশা ও মতামতের ভিত্তিতেই নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনা নেওয়া হয়েছে। তাই সরাসরি শিক্ষার্থীদের মতামত সংগ্রহের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
আগামীকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে ছয়টি পয়েন্টে বুথ স্থাপন করা হবে, যেখানে শিক্ষার্থীরা তাদের মতামত জানাতে পারবেন। বুথগুলোর অবস্থান হবে—
✅ কার্জন হল প্রাঙ্গণ
✅ কেন্দ্রীয় লাইব্রেরি
✅ টিএসসি
✅ বটতলা
✅ সায়েন্স লাইব্রেরি
✅ হল পাড়া
আয়োজকদের মতে, শিক্ষার্থীদের মতামতই হবে নতুন রাজনৈতিক দলের ভিত্তি। তাই বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে তাদের চিন্তা ও প্রত্যাশা তুলে ধরার আহ্বান জানানো হয়েছে।
মারিয়া