![বইমেলায় উত্তেজনা: তদন্ত কমিটি গঠন, উসকানি ঠেকাতে উপদেষ্টার কঠোর বার্তা বইমেলায় উত্তেজনা: তদন্ত কমিটি গঠন, উসকানি ঠেকাতে উপদেষ্টার কঠোর বার্তা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৩-77-2502111425.jpg)
ছবি: সংগৃহীত।
বাংলা একাডেমির বইমেলায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রি নিয়ে উত্তেজনার ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। কমিটি তিন কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন দেবে, এবং দোষীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা।
আজ ১১ ফেব্রুয়ারি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী তার ফেসবুক পোস্টে লিখেছেন, "গতকাল বাংলা একাডেমিতে যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। ঘটনার সময় আমি ফ্লাইটে ছিলাম। নামার পর থেকে বিষয়টি নিয়ে সার্বক্ষণিক যোগাযোগ রেখেছি এবং এর পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা ও বিশ্লেষণ সংগ্রহ করেছি। একাডেমি ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করেছে, যা তিন কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দেবে। দোষীদের বিচারের আওতায় আনা হবে।"
তিনি আরও বলেন, "সরকারের স্পষ্ট বক্তব্য হলো—এ ধরনের ঘটনা মেলা প্রাঙ্গণে আর ঘটতে দেওয়া হবে না। আমরা সবাই যেন উসকানিমূলক আচরণ থেকে বিরত থাকি।"
গতকাল বাংলা একাডেমি প্রাঙ্গণে তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে একটি প্রকাশনীর বিরুদ্ধে চড়াও হয় একদল ব্যক্তি। অভিযোগ রয়েছে, এর আগে প্রকাশনীর কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল।
এ ঘটনায় বাংলা একাডেমি কঠোর অবস্থান নিয়েছে এবং বইমেলায় যাতে এ ধরনের ঘটনা পুনরায় না ঘটে, তা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে।
সায়মা ইসলাম