![ভারত-চীন মানচিত্র তথ্যবিভ্রাট, বাংলাদেশের ওপর ক্ষিপ্ত চীন ভারত-চীন মানচিত্র তথ্যবিভ্রাট, বাংলাদেশের ওপর ক্ষিপ্ত চীন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-2_19-40-20-2502111345.jpg)
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা ব্যবস্থায় ব্যবহৃত দুটি পাঠ্যবই এবং জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটের মানচিত্র নিয়ে চীনের পক্ষ থেকে অভিযোগ উঠেছে। চীন দাবি করছে, বাংলাদেশের পাঠ্যবই ও ওয়েবসাইটে এশিয়ার মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে দেখানো হয়েছে। চীনের মতে, এই দুটি এলাকা আসলে অরুণাচল এবং কাশ্মির নয়, বরং তারা জ্যাংনাম এবং আকসাই চীন, যা প্রাচীনকাল থেকেই চীনের অংশ।
চীনের ভাষ্য অনুযায়ী, শুধু মানচিত্রে ভুল তথ্য নয়, পাঠ্যবইয়ে হংকং এবং তাইওয়ানকেও আলাদা দেশ হিসেবে দেখানো হয়েছে, যা তাদের মতে ভুল। বিশেষত, বাংলাদেশের ইবতেদায়ি মাদ্রাসার চতুর্থ শ্রেণীর 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বইতে চীন ও এশিয়া অঞ্চলের মানচিত্রে অরুণাচল প্রদেশ এবং আকসাই চীনকে ভুলভাবে ভারতের অংশ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
এছাড়া, নবম ও দশম শ্রেণীর 'বাংলাদেশ ও বিশ্বপরিচয়' বইয়ের পণ্য রপ্তানি গন্তব্য দেশের তালিকায়ও হংকং এবং তাইওয়ানকে পৃথক দেশ হিসেবে উল্লেখ করা হয়েছে, যা চীনের সঙ্গে বিরোধী মনোভাব তৈরি করেছে।
বাংলাদেশের ভূমি জরিপ ওয়েবসাইটের মানচিত্র নিয়েও চীনের পক্ষ থেকে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। চীন মনে করছে, এই তথ্য বিভ্রাট বাংলাদেশের পাঠ্যবই এবং সরকারি ওয়েবসাইটে ভুল ইতিহাস এবং ভূখণ্ডের প্রতিনিধিত্ব করছে, যা চীনের সার্বভৌমত্বের সাথে বিরোধী।
মারিয়া