![ফোন নাম্বার ছড়িয়ে দেয়া হয়েছে পিনাকীর, ভারতীয় নাম্বার থেকে আসছে যে বার্তা! ফোন নাম্বার ছড়িয়ে দেয়া হয়েছে পিনাকীর, ভারতীয় নাম্বার থেকে আসছে যে বার্তা!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-02-at-84958-PM-1-1-2502111343.jpg)
ছবিঃ সংগৃহীত
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার অফিশিয়াল ফেসবুক অ্যাকাউন্টে এক স্ট্যাটাসে বলেছেন, আমার ফোন নাম্বার ছড়িয়ে দেয়ায় ভালো হইছে। মানুষ ব্যাপকভাবে রিচ করতেছে। যাই ঘটুক আমি উত্তর দিতে পারি বা না পারি টেক্সট পড়তেছি। সম্ভব হইলে উত্তর দিতেছি। গালাগালি আসতেছে তবে সামান্য, ১% এরও কম। তার মধ্যে ১০% ইন্ডিয়ান নাম্বার।
ফোন না দিয়া টেক্সট দিয়েন। বারেবারে ফোন দিয়েন না। আমি ধরবো না, ধরা সম্ভবও না। আপনার টেক্সট দেখে ফোন করা জরুরি মনে করলে আমিই ফোন দেবো। দেশের নাম্বার থেকে গালাগালি পাইছি সাকুল্যে পাঁচটা। তাও হোয়াটস অ্যাপে। চেক করে দেখা গেছে, সিম বন্ধ অনেক আগে, রেজিষ্ট্রেশন ভুয়া।
একটা ভালো ধারণা পাওয়া গেলো আওয়ামী শক্তি সম্পর্কে। এই শক্তি নিয়া হ্যাডম দেখায়? হায় খোদা তুমি আমারে উঠায়ে নাও, নয়তো দড়ি ফালাও বাইয়া উডি যাই।
রিফাত