![হাদিসের উদ্ধৃতি দিয়ে জাফর ইকবালের আবেগঘন পোস্ট হাদিসের উদ্ধৃতি দিয়ে জাফর ইকবালের আবেগঘন পোস্ট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-61-2502111211.jpg)
ছবি: সংগৃহীত
দেশের আলোচিত ও সমালোচিত লেখক, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড. মুহাম্মদ জাফর ইকবাল তার একটি ফেসবুক পোস্টে হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, ‘একদল তরুণের আবির্ভাব ঘটবে, যারা চিন্তায় হবে অপরিণত’। তারা সুন্দর সুন্দর কথা বলবে, কিন্তু করবে সবচেয়ে ঘৃণ্য কাজ। তারা এত বেশি ধর্ম পালন করবে, যার কাছে মুসলমানদের ইবাদত তুচ্ছ বলে মনে হবে। তারা মানুষকে কোরআনের কথা বলবে, কিন্তু তা হবে কেবল তাদের মুখে মুখের কথা। অর্থাৎ, তারা এর মর্মার্থ কিছুই বুঝবে না, কেবল বেছে বেছে কিছু অংশ নিয়ে আওড়াতে থাকবে। আর এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট'
__হযরত মুহম্মদ (স:)
[হাদিস গ্রন্থ সহিহ মুসলিম
চতুর্থ খন্ড, পৃষ্ঠা নং : ৪০৭]
গতকাল অমর একুশে বইমেলায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। যা কিছুক্ষণ পরেই ভারতীয় একটি মিডিয়া জঙ্গি হামলা বলে নিউজ করে। মূলত এই ঘটনাকে কেন্দ্র করেই ড. মুহাম্মদ জাফর ইকবাল এমন আক্ষেপ।
সব্যসাচী নামরে একটি প্রকাশনা সংস্থায় ভারতে নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিনের কবিতার বই বিক্রির অভিযোগে চড়াও হয় কিছু লোকজন। এর আগে ওই প্রকাশনীর কর্তৃপক্ষকে হুমকি দেওয়া হয়েছিল বলেও অভিযোগ রয়েছে। সোমবার একুশে বইমেলায় একদল ব্যক্তি ‘সব্যসাচী প্রকাশনীর’ ওপর চড়াও হয়। এ নিয়ে মেলা প্রাঙ্গণে উত্তেজনা তৈরি হলে ওই স্টলটি বন্ধ রাখা হয়। এরপর পুলিশ ওই প্রকাশককে নিরাপত্তা হেফাজতে নেওয়ার কথা জানায়।
মুহাম্মদ ওমর ফারুক