ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

বাংলামোটরের বাইরে আপনি বেশি দূর যাইতে পারবেন না, কীসের ইঙ্গিত দিলেন হাদি?

প্রকাশিত: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১৮:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

বাংলামোটরের বাইরে আপনি বেশি দূর যাইতে পারবেন না, কীসের ইঙ্গিত দিলেন হাদি?

বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট,লেখক শরীফ ওসমান বিন হাদি আজ তাঁর এক ফেসবুক পোস্টের মাধ্যমে বিএনপি জামায়াত নিয়ে কথা বলেছেন।

আজ মঙ্গলবার (১১ ডিসেম্বর) এক ফেসবুক পোস্টের মাধ্যমে হাদি এ কথা জানান।

হাদি তাঁর ফেসবুক পোস্টে বলেন,সার্বভৌমত্বের প্রশ্নে শহীদ জিয়া ও বেগম জিয়ার আপোষহীন অবস্থানের জন্যেই বিএনপিরে আমরা কুটিকাল থেইকা ভালোবাসি।আর ঠিক এ কারনেই বিএনপি বেহাত হয়ে পথ হারালে আমরা অবশ্যই তারে গাইলাবো এবং তারে ঢাকামুখী রাখবো।

কিন্তু আপনারা যারা বিএনপিরে একদম সাইড করার চিন্তা করতেছেন, তারা হয়তো বিদেশের সুইমিং পুলে নিজে কোনোদিন ভাইসা থাকবেন, কিন্তু অন্যদেরকে জনমের ডুবান ডুবাইয়া যাবেন।

সামনের ফ্যা'সিবাদ বিরোধী দীর্ঘ লড়াইয়ে কথা উল্লেখ করে তিনি আরো বলেন,দেশপ্রেমিক বিএনপি ও জামায়াত আপনারে সাহায্য না করলে বাংলামোটরের বাইরে আপনি বেশি দূর যাইতে পারবেন না।বিএনপি হইলো আপনার পরিবারের সেই 'বখাটে' ভাইটা। যে কারও কথা শোনে না। সমাজে পরিবারের সম্মান নষ্ট করে।কিন্তু আপনারে কেউ আঘাত করতে আসলে তার মাথায় র'ক্ত উঠে যায়। জীবন দিয়া তার বিরুদ্ধে ঝাপাইয়া পড়ে! সুতরা আপনার এই খারাপ ভাইটারে অবশ্যই গাইলান। শাসন করেন। মাঝেমধ্যে ঘরে ভাত বন্ধ করে দেন।

শেষে হাদি বলেন, কিন্তু শাসনের সময় অবশ্যই তার একটা হাত খুব শক্ত কইরা ধইরা রাইখেন। যাতে সে পথচ্যুত হয়ে আপনার শত্রুর বাড়িতে গিয়ে আশ্রয় না নেয়!

ফুয়াদ

×