![এবার প্রবাসীদের পাশে দাঁড়ালেন হাসনাত! এবার প্রবাসীদের পাশে দাঁড়ালেন হাসনাত!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-2_17-48-31-2502111152.jpg)
ছবিঃ সংগৃহীত
প্রবাসী কর্মীদের দুঃখ-কষ্ট নিয়ে প্রতিদিন শত-শত বার্তা পেয়ে থাকেন সমাজসেবক হাসনাত আব্দুল্লাহ। তিনি তার ফেসবুকে প্রকাশিত এক পোস্টে জানান, অসংখ্য প্রবাসী ভাই তাঁর কাছে একযোগভাবে কিছু সমস্যা তুলে ধরেছেন, যেগুলো সমাধান করতে দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। প্রবাসী কর্মীদের স্বার্থ রক্ষা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
হাসনাত আব্দুল্লাহর পোস্টে উল্লেখিত বেশ কিছু গুরুতর অভিযোগের মধ্যে অন্যতম হলো সৌদি রুটে চলমান এজেন্সির সিন্ডিকেট দ্বারা প্রবাসীদের প্রতি ভয়াবহ জালিয়াতি। এসব অভিযোগের বিস্তারিত তুলে ধরা হলো:
গ্রুপ টিকিটের দাম বৃদ্ধি
আগে যেখানে সৌদি রুটে গ্রুপ টিকিটের দাম ছিল ৩৫-৪০ হাজার টাকা, সেখানে বর্তমানে সেই টিকিটগুলো ৮০-৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে।
ফ্লাইট সংখ্যা হ্রাস
আগে প্রতি সপ্তাহে ৯৮টি ফ্লাইট চলত, কিন্তু এখন তা কমিয়ে মাত্র ৪৪টি করা হয়েছে, ফলে প্রবাসীদের ভ্রমণ পরিস্থিতি আরও জটিল হয়ে পড়েছে।
কৃত্রিম সংকট সৃষ্টি
কিছু এজেন্সি আগাম বিনিয়োগের মাধ্যমে একাধিক এজেন্সির মাধ্যমে গ্রুপ টিকিট সংকট সৃষ্টি করছে, যা প্রবাসীদের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে।
ব্ল্যাঙ্ক সিট বুকিং
ফ্লাইটগুলোতে খালি সিট থাকা সত্ত্বেও, কৃত্রিম সংকট সৃষ্টি করে ব্ল্যাঙ্ক সিট বুকিংয়ের মাধ্যমে দুর্ভোগ বাড়ানো হচ্ছে।
এয়ারপোর্টে যাত্রী হয়রানি
বিভিন্ন অজুহাতে প্রবাসী যাত্রীদের হয়রানি করা হচ্ছে, যা তাদের ফ্লাইট মিস করানোর কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরে অন্য যাত্রীদের তাদের কন্ট্রাক্টে উঠানোর জন্য ১ থেকে ১.২০ লক্ষ টাকা পর্যন্ত নেয়া হচ্ছে।
ম্যানপাওয়ার ভিসা সংক্রান্ত দুর্নীতি
ম্যানপাওয়ার ভিসার ক্ষেত্রে দুর্নীতি এবং অসাধু কার্যক্রম চলছে। BMET-এর মাধ্যমে ভিসার অ্যাটেস্টেশন বন্ধ থাকলেও, সৌদি-বাংলাদেশ দূতাবাসের কনসুলাররা জানান, তারা এই বিষয়ে অবগত নন।
অতিরিক্ত টাকা নেওয়া হচ্ছে
কিছু এজেন্সি এবং BMET-এর কিছু কর্মকর্তার যোগসাজশে প্রতি ম্যানপাওয়ার ভিসার জন্য ১০-১৫ হাজার টাকা অতিরিক্ত নেওয়া হচ্ছে।
এই সিন্ডিকেটের কারণে প্রতিদিন কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, এবং এর ফলে প্রবাসী কর্মীদের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে উঠছে। হাসনাত আব্দুল্লাহ প্রবাসীদের স্বার্থে দ্রুত পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/18HSb6crFu/
মারিয়া