![আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট: পিনাকী আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট: পিনাকী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Pinaki-20241031083845-1-2502111131.jpg)
ছবিঃ সংগৃহীত
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আমার বগুড়ার বাসার নিরাপত্তার জন্য পুলিশ ব্যবস্থা নিছে। পুলিশকে ধন্যবাদ। অসংখ্য ছাত্র জনতা স্বতঃস্ফূর্ত ভাবে গতকাল আমার বগুড়ার বাসা পাহারা দিয়েছেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তবে এইভাবে পাহারা দেয়ার দরকার নাই। আমি আশা করি, বাসায় কেউ আসবে না হামলা করতে। তাও বেকুব কিসিমের কিছু লোকজন তো থাকতেই পারে। চিন্তা করবেন না, স্থানীয় জনতাই প্রতিরোধ করবে।
আমার বাবা শ্যামল ভট্টাচার্যের মৃত্যুতে হাসিনা আমলেও যেই শহরে দোকানপাট বন্ধ রাখা হয়েছিলো শোক পালনের জন্য, সেই শহরে হাসিনার জামানা শেষ হওয়ার পরে আওয়ামী লীগারেরা শ্যামল ভট্টাচার্যের বাসায় হামলা করবে, এইটা প্রায় অসম্ভব একটা ঘটনা। আমার পরিবারের নিরাপত্তার জন্য আপনাদের দোয়াই যথেষ্ট। ফি আমানিল্লাহ।
রিফাত