![পিনাকীকে হত্যার উস্কানিদাতাদের বিরুদ্ধে ইউরোপে মামলা হচ্ছে! পিনাকীকে হত্যার উস্কানিদাতাদের বিরুদ্ধে ইউরোপে মামলা হচ্ছে!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/WhatsApp-Image-2025-02-10-at-112415-AM-2502111119.jpeg)
ছবিঃ সংগৃহীত
লেখক ও ব্লগার পিনাকী ভট্টাচার্য তার এক ফেসবুক স্ট্যাটাসে বলেছেন, আমার পরিবারের ব্যক্তিগত তথ্য ফেইসবুকে দেয়ার জন্য সুশান্তর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হইতেছে। আমাকে হত্যার উষ্কানি দেয়ার জন্য এ-টিম গ্যাং এর প্রকাশ্য সদস্যদের বিরুদ্ধে ইউরোপে আলাদা মামলা করা হইতেছে।
ফ্রান্সে আমার বাসার ঠিকানা পাব্লিক করে দেয়া এবং আমাকে হেনস্থা করার প্রকাশ্য ঘোষণা যারা দিছেন, তাদের প্রত্যেকের নামে ফ্রান্সের আদালতে আজকে মামলা করা হইছে। বাংলাদেশেও আলাদা মামলা করা হইছে।
রিফাত