![ফের শাহবাগে অবস্থান প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা ফের শাহবাগে অবস্থান প্রাথমিকে নিয়োগ বাতিল হওয়া প্রার্থীরা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-56-2502111038.jpeg)
ছবি: সংগৃহীত
প্রাথমিকে সহকারী শিক্ষক পদে বাতিল হওয়া নিয়োগ ফিরে পেতে শাহবাগে অবস্থান নিয়েছেন তৃতীয় ধাপের প্রার্থীরা।
আজ মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করেন। শাহবাগ থানার ওসি মোহাম্মদ খালিদ মনসুর জানান, প্রার্থীরা সড়ক অবরোধ করেননি। এর আগে সোমবারও সড়ক অবরোধ করে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
পাঁচ সদস্যের একটি শিক্ষকদের প্রতিনিধি দল প্রাথমিক এবং গণশিক্ষা ও উপদেষ্টার সাথে দেখা করতে গিয়েছেন।।
জাফরান