![নৌবাহিনী চিফের পাকিস্তান সফরে ভারতের এতো টেনশন কেন? নৌবাহিনী চিফের পাকিস্তান সফরে ভারতের এতো টেনশন কেন?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-2_16-22-10-2502111026.jpg)
ছবিঃ সংগৃহীত
ঢাকার নীল আকাশ তখনো ধীরে ধীরে সন্ধ্যার দিকে ঝুঁকছে, কূটনৈতিক মহল সরগরম, শিরোনামে একটাই বিষয় বাংলাদেশের নৌবাহিনীর প্রধান এডমিরাল মো নাজমুল হাসানের পাকিস্তান সফর। এ সফর কোন সাধারণ কূটনৈতিক সফর নয়, বরং সামরিক সহযোগিতার এক নতুন অধ্যায়ের সূচনা বলে মনে করছেন বিশ্লেষকরা।
কয়েকমাস আগেও এটা অকল্পনীয় ছিলো, দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে ভারত পাকিস্তান দ্বন্দ্বের ছায়া ছিলো দৃশ্যমান। আর বাংলাদেশের অবস্থান সাধারণত ভারতের সাথেই হিসাব করা হতো। কিন্তু সময় বদলাচ্ছে, বদলাচ্ছে আঞ্চলিক শক্তির ভারসাম্য, শেখ হাসিনা সরকারের বিদায় নেওয়ার পর বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের উষ্ণতা ক্রমেই বাড়ছে, যা ভারতের জন্য নতুন কূটনৈতিক চ্যালেঞ্জ তৈরি করেছে।
দক্ষিণ এশিয়ার প্রতিরক্ষা ও কূটনীতিতে এটি ঐতিহাসিক মোড় নিতে পারে। এই সফরের উদ্দেশ্য ছিল পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তা বিষয়ে আলোচনা করা। বিশেষ করে, অ্যাডমিরাল হাসান পাকিস্তানে আয়োজিত আমান-২৫ মাল্টিন্যাশনাল নৌবাহিনী মহড়ায় অংশগ্রহণ করেছেন।অ্যাডমিরাল নাভিদ আশরাফ বাংলাদেশের নৌবাহিনী প্রধানের অংশগ্রহণের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে উভয় দেশের নৌবাহিনীর মধ্যে সহযোগিতার সুযোগ বৃদ্ধি পাবে বলে আশাবাদী।
মারিয়া