![যেভাবে গণঅভ্যুত্থানের প্রকৃত ফসল ভোগ করা যাবে তা জানালেন উপদেষ্টা আসিফ যেভাবে গণঅভ্যুত্থানের প্রকৃত ফসল ভোগ করা যাবে তা জানালেন উপদেষ্টা আসিফ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11zon_resized-51-2502111009.jpeg)
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক রাজনীতি ও সমসাময়িক ইস্যু নিয়ে সরব যুব ও ক্রীড়া উপদেষ্টাআসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টে অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও বিচারের এজেন্ডা নিয়ে একটি পোস্ট করেন।
তিনি লেখেন, "অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার ও বিচারের এজেন্ডা বাস্তবায়নের প্রতি ধৈর্য ও সহযোগিতার মাধ্যমেই গণঅভ্যুত্থানের প্রকৃত ফসল ভোগ করা সম্ভব।"
তার এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই মন্তব্য করছেন, তিনি আসন্ন রাজনৈতিক পরিবর্তন ও ন্যায়বিচারের ওপর গুরুত্ব দিচ্ছেন। অনেকে মনে করছেন, এটি ভবিষ্যৎ রাজনীতির এক গুরুত্বপূর্ণ ইঙ্গিত।
সূত্রঃ https://www.facebook.com/share/p/18a9RysVts/
জাফরান