![ময়মনসিংহ, ফেনী এবং বাঁশখালীতে গ্রেফতার ৬০ ডেভিল ময়মনসিংহ, ফেনী এবং বাঁশখালীতে গ্রেফতার ৬০ ডেভিল](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/13-58-2502110942.jpg)
ছবি: সংগৃহীত
ময়মনসিংহে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাসহ ৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপারেশন ডেভিল্ট হান্ট ঘোষণার পর সোমবার (১০ ফেব্রুয়ারি) রাত ১২টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
এদিকে ফেনীতে অপারেশন ডেভিল হান্টে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মঙ্গলবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।এদের মধ্যে ১৮ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়ছে। পুলিশ সূত্র জানায়, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয। গ্রেপ্তারদের মধ্যে তিনজনকে ফেনী থানায় করা বৈষম্যবিরোধী আন্দোলনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে অন্যদের জেলার সোনাগাজী, ছাগলনাইয়া ও দাগনভূঞা থানায় করা বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।এ ব্যাপারে ফেনী মডেল থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) ইকবাল হোসেন বলেন, ফেনী জেলার বিভিন্ন স্থান থেকে বিশেষ অভিযানে তাদেরকে আটক করা হয।
সারাদেশে চলমান সরকার ঘোষিত 'অপারেশন ডেভিল হান্টের আওতায় চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের অভিযানে ছাত্রলীগ-যুবলীগের তিনজন নেতা-কর্মীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার রাত থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত চলা এঅভিযানে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের সময় নাশকতা চালানোর দায়ে বাঁশখালী থানায় রুজুকৃত মামলার নিয়মিত পলাতক আসামি ছিলেন বলে নিশ্চিত করেছেন থানা পুলিশের সেকেন্ড অফিসার এসআই কামরুল হাসান কায়কোবাদ।
মঙ্গলবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মাহফুজা খাতুন। তিনি বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি কেউ যেন নষ্ট করতে না পারে সেজন্য সারা দেশের মতো ময়মনসিংহেও অভিযান চলছে। গোয়েন্দারা বিভিন্ন এলাকায় নজরদারি বাড়িয়েছে। কোনো সন্ত্রাসীর বিরুদ্ধে তথ্য পেলে তাদেরকে আইনের আওতায় আনা হবে। জেলাজুড়ে অভিযান চলমান রয়েছে।
মুহাম্মদ ওমর ফারুক