![ধানমন্ডি ৩২ এ হামলার পর ক্রোধে উন্মত্ত হাসিনা, ছড়িয়ে পড়েছে নেতাদের অস্থিরতা ও অর্থসংকট ধানমন্ডি ৩২ এ হামলার পর ক্রোধে উন্মত্ত হাসিনা, ছড়িয়ে পড়েছে নেতাদের অস্থিরতা ও অর্থসংকট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-2_15-23-38-2502110931.jpg)
ছবিঃ সংগৃহীত
আওয়ামী লীগের এক শীর্ষ নেতা জানিয়েছেন, সম্প্রতি ধানমন্ডি ৩২-এ হামলার পর দলীয় প্রধান শেখ হাসিনা ও তার বোন রাজনৈতিকভাবে সক্রিয় হয়ে উঠেছেন। তিনি বলেন, শেখ হাসিনা এ ঘটনার প্রতিশোধ নিতে দৃঢ়প্রতিজ্ঞ, কিন্তু দেশে দলের সংগঠিত অবস্থা না থাকায় তা বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে বলে এক ফেসবুক পোস্টে জানিয়েছেন জুলকারনাইন সায়ের।
এছাড়াও লীগের নেতা জানান, দেশে যেসব আওয়ামী লীগ নেতা আত্মগোপনে আছেন, তারা আতঙ্কে সময় কাটাচ্ছেন। অন্যদিকে, যারা বিদেশে চলে গেছেন, তারা দলের কাউকে কিছু না জানিয়েই পালিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিশেষ করে শেখ হাসিনার হঠাৎ ভারত চলে যাওয়ায় অনেক নেতা ক্ষুব্ধ হয়েছেন এবং নিজেদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে বলে মনে করছেন।
অর্থসংকটে বিদেশে থাকা নেতারা
বিদেশে অবস্থানরত নেতাদের অনেকে আর্থিক সংকটে রয়েছেন, কারণ তারা তাড়াহুড়ো করে দেশ ছাড়ায় প্রয়োজনীয় অর্থ সঙ্গে নিতে পারেননি। বেশিরভাগের সম্পদ অন্যদের নামে থাকায় তা ফেরত পাওয়াও কঠিন হয়ে পড়েছে। উদাহরণ হিসেবে ওই নেতা আমির হোসেন আমু ও নসরুল হামিদ বিপুর নাম উল্লেখ করেন। তিনি জানান, আমুর সম্পত্তি অন্যদের নামে করা, আর বিপুর দুবাইয়ের বিনিয়োগ রাজিব সামদানি নামে এক ব্যক্তির মাধ্যমে হয়েছে, যিনি বর্তমান পরিস্থিতিতে সেই সম্পদ ফেরত দিতে অস্বীকৃতি জানাচ্ছেন।
নেতাদের অবস্থান ও সীমান্ত পারাপারে বিপুল খরচ
তিনি আরও জানান, বেশিরভাগ নেতা এখন ভারতে অবস্থান করছেন। ফজলে নূর তাপস সিঙ্গাপুরে আছেন, আর বাকিরা কানাডা, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, দুবাই ও অস্ট্রেলিয়ায় আশ্রয় নিয়েছেন। আত্মগোপনে থাকা নেতা-কর্মীরা ভারতে পৌঁছতে সীমান্ত পারাপারের জন্য মাথাপিছু ২০ লাখ টাকা পর্যন্ত খরচ করছেন বলে ওই নেতা দাবি করেন।
তথ্যসূত্রঃ https://www.facebook.com/share/p/1DwZtdFJ6o/
মারিয়া