![রমজানের বাজার নিয়ে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা রমজানের বাজার নিয়ে যা জানালেন বাণিজ্য উপদেষ্টা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/sekh-basir-commerce-adviser-1735131807-2502110713.jpg)
ছবি: সংগৃহীত
বাণিজ্য, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, "পবিত্র রমজান উপলক্ষ্যে ফ্যামিলি কার্ডের বাইরে সারা দেশে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ট্রাক সেলের মাধ্যমে আটটি বিভাগীয় শহর ও পাঁচ জেলায় অতিরিক্ত ৯ হাজার মেট্রিক টন পণ্য ১২ লাখ পরিবারের কাছে বিক্রি করা হবে। এতে বাজার পরিস্থিতি সহনীয় থাকবে।"
মঙ্গলবার সকালে খুলনার শিববাড়ী মোড়ে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধনকালে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা আরও বলেন, "বর্তমানে টিসিবি ৬৩ লাখ পরিবারকে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে। ট্রাক সেল কার্যক্রম রোজার মাসজুড়ে চলবে।"
নুসরাত