![আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত: নির্বাচন কমিশনার আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত: নির্বাচন কমিশনার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1732527051sanaul0-8b2457621c4bbd1267dfc80ce1e4dfcb-1-2502110709.jpg)
ছবি : সংগৃহীত
জাতীয় ও স্থানীয় পর্যায়ে নির্বাচন নিয়ে কথা বললেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ।
মঙ্গলবার নির্বাচন প্রসঙ্গে এসব কথা বলেন তিনি।
তিনি বলেন, আমি এখানে নির্বাচন কমিশনের মন্তব্যটি পুনরাবৃত্তি করি, যাতে এখানে অন্যরকম কোন ব্যাখ্যা না হয়।
এই কথা বলার পর তিনি বলেন, মাননীয় প্রধান উপদেষ্টা নির্বাচন প্রসঙ্গে ১৬ ই ডিসেম্বরে তার ভাষণে বলেছিলেন, যদি অল্প সংস্কার করে নির্বাচন দেওয়ার সুযোগ হয় তাহলে এই বছরের ডিসেম্বর নাগাদ নির্বাচন করা সম্ভব হবে। আর যদি আরো সংস্কার করার সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ সালের জুন নাগাদ নির্বাচন করা সম্ভব হবে।
এই প্রসঙ্গে তিনি আরো বলেন, আমরা দ্রুততম সময়ের প্রস্তুতি নিচ্ছি। আমাদের অবস্থান এখনো অপরিবর্তিত।
শিলা ইসলাম