![শুক্রবার থেকে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু শুক্রবার থেকে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/7-2502110708.jpeg)
ছবি: সংগৃহীত
তাবলীগ জামাতের বিবদমান গ্রুপ শুরায়ে নেজাম জোবায়ের পন্থীদের বিশ্ব ইজতেমা শেষে ৮ দিন বিরতি দিয়ে আরেক গ্রুপ সাদপন্থীদের বিশ্ব ইজতেমা শুরু হচ্ছে আগামী শুক্রবার থেকে। ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি ৩ দিনের বিশ্ব ইজতেমা শেষে আখেরী মোনাজাত অনুষ্ঠিত হবে রবিবার। গত ৩১ জানুয়ারী থেকে দুই ধাপে ৬ দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করে শুরায়ে নেজাম।
মঙ্গলবার ইজতেমা ময়দান ঘুরে দেখা গেছে, শুরায়ে নেজামের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান শেষে মোটামুটি প্রস্তুত থাকা মাঠটিতে বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের আয়োজনে ইজতেমা মাঠের প্রস্তুতির টুকটাক কাজ মেরামত করছেন। সব কিছু আগের মতোই থাকছে। গাজীপুর সিটি করপোরেশনের তত্বাবধানে চলছে পুরো মাঠ পরিস্কার পরিচ্ছন্নতার কাজ।
টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে শুরায়ে নেজাম জোড় ইজতেমা করার পর সাদপন্হীদের জোড় ইজতেমা করতে না দেওয়ার ঘোষণায় শুরায়ে নেজামের জোড় ইজতেমা চলাকালে ১৮ ডিসেম্বর ভোররাতে হামলা সংঘর্ষে ৪ জন নিহত ও শতাধিক মুসল্লী আহতের ঘটনা ঘটে। এই ঘটনার পর শুরায়ে নেজাম ঘোষণা দেয় সাদপন্থীদের টঙ্গীর ইজতেমা মাঠে বিশ্ব ইজতেমা করতে পারবে না।
শুরায়ে নেজাম টঙ্গী বিশ্ব ইজতেমা ময়দানে সাদপন্থীদের অবাঞ্চিত ও তাদের বিশ্ব ইজতেমা অনুষ্ঠান করতে না দেওয়ার ঘোষণা দিলে পরিস্থিতি ঘোলাটে হয়। থানায় মামলা মোকদ্দমা হয়। গ্রেপ্তার হন সাদপন্হীদের কয়েক শীর্ষ মুরুব্বি।
বর্তমানে তারা ২০ ফেব্রুয়ারি পর্যন্ত হাইকোর্টের জামিনে মুক্ত আছেন। সাদপন্হীদের অনিশ্চিত হয়ে যাওয়া বিশ্ব ইজতেমা অনুষ্ঠানে সরকারের হস্তক্ষেপে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা করার সুযোগ করে দেয় হয়।
এদিকে গাজীপুর সিটির নাগরিকরা বলছেন, গ্রুপিংয়ে তাবলীগ জামাতের টঙ্গীর বিশ্ব ইজতেমা ধর্মীয় ভাবগাম্ভীর্য, জৌলুশতা এবং শ্রদ্ধাবোধ হারাতে বসেছে। টঙ্গী গাজীপুরের নাগরিকরা আগামী বছর থেকে এক দুই তিন পর্বের চরম দুর্ভোগের বিশ্ব ইজতেমা একপর্বে একবারই মিলেমিশে অনুষ্ঠানের দাবি তুলেছে।
নূরুল ইসলাম /জাফরান