![ছেলেটা মাদ্রাসার না হয়ে কবি নজরুল বা ঢাবির হলে ভবো এ দুঃসাহস দেখাতো না: আসিফ সৈকত ছেলেটা মাদ্রাসার না হয়ে কবি নজরুল বা ঢাবির হলে ভবো এ দুঃসাহস দেখাতো না: আসিফ সৈকত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/4-3-2502110638.jpg)
সময়ের আলোচিত বিশিষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট আসিফ সৈকত কথিত শাহবাগীদের নিয়ে এক ফেসবুক পোস্টে মন্তব্য করেছেন।
মঙ্গলবার ( ১১ ফেব্রয়ারি) এক ফেসবুক পোস্টের মাধ্যমে আসিফ সৈকত এ মন্তব্য করেন।
মি. আসিফ তাঁর পোস্টে উল্লেখ করেন, সব্যসাচীর ভবো নামক শাহবাগী , গাঞ্জুট্টিদের মূল সমস্যা দাঁড়ি টুপি । যেই বাচ্চা ছেলেটা ভবো আর ছাত্রদের মাঝে বাফার জোন হিসাবে কাজ করে ঝগড়া প্রশমিত করতে চেয়েছিলো , ভবো প্রথম আঘাতটা ছেলেটাকেই করেছে এবং খেয়াল করলে দেখবেন বেশ জোরেই চোয়ালে আঘাত করেছে ছেলেটার ।
ছেলেটা মাদ্রাসার না হয়ে কবি নজরুল কলেজের হলে উল্লেখ করে তিনি আরো জানান,আজকে ছেলেটা মাদ্রাসার না হয়ে কবি নজরুল কলেজের হলে বা ঢাবির ছাত্র হলে ভবো এই আঘাতের দু:সাহস দেখাতো না । ভবো আগেই মাইন্ড সেটআপ করে নিছে - " দাঁড়ি টুপি ওয়ালা ছাত্র , আঘাত করলে সমস্যা হবেনা । চেতনার ফিল্টার দিয়া পার হওয়া যাবে "
তিনি তাঁর পোস্টে আরো জানান, ভবো , মেহরান নামক এই সব নট নোটির দল উসকানী দেবার দু:সাহস করে এই সময়েও , রাষ্ট্রবিরোধী গিরিঙ্গি পাকায় । আমাদের বাচ্চাদের আঘাত করার দু:সাহস করে , লাফাতে লাফাতে ' জয় বাংলা ' স্লোগান দিতে থাকে ।
আসিফ পোস্টে আরো উল্লেখ করেন, রাষ্ট্রকে অস্হিতিশীল করতে একের পর এক উসকানী দিবা, আমাদের বাচ্চাদের আঘাত করবা , জয় বাংলা স্লোগান তুলবা , ভারতীয় মিডিয়ায় সাক্ষাতকার দিয়া দেশকে জঙ্গী তকমা লাগাইবা, তসলিমা নাসরিনরে ট্যাগ করবা -খনিকের পোলারা , ভদ্র হয়া যাও ! মাইর কিন্তু একটাও মাটিতে পড়বেনা ।
ফুয়াদ