![ভারত বাংলাদেশে অবৈধ অস্ত্র পাঠাচ্ছে কোন উদ্দেশ্যে? | ভারত বাংলাদেশে অবৈধ অস্ত্র পাঠাচ্ছে কোন উদ্দেশ্যে? |](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/_104158340__104065849_cmungerspbaburamwithseizedweaponsjpg-2502110447.jpg)
ছবি : সংগৃহীত
পতিত স্বৈরাচার সরকার শেখ হাসিনা বাংলাদেশকে ভারতের অঘোষিত একটি অঙ্গরাজ্যে পরিণত করেছিল। তবে ছাত্র জনতার অভ্যুত্থান মুক্তি দিয়েছে এমন অবস্থা থেকে।
তবুও যেন থেমে নেই ভারত। একের পর এক কারসাজি বা নিষেধাজ্ঞা চলছেই। এর বড় একটা অংশ সম্প্রতি আলোচনায় উঠে এসেছে।
সম্প্রতি বাংলাদেশে অবৈধ অস্ত্র প্রবেশের ঘটনায় উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে অস্ত্র পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে।
মিয়ানমার ও বাংলাদেশের দুটি প্রধান বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর মধ্যে একটি চুক্তিকে লক্ষ্য করে অভিযান চালানো হয়। এ সময় ৬টি একে-৪৭ রাইফেল, ১০ হাজার ৫০ রাউন্ড গোলাবারুদ এবং ১৩টি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
এছাড়া, ভারত থেকে ৫০ হাজার টাকায় কেনা অবৈধ অস্ত্র বাংলাদেশে এনে ৮০ থেকে ৯০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে। এসব অস্ত্র সন্ত্রাস ও চাঁদাবাজির কাজে ব্যবহৃত হচ্ছে।
বিশেষজ্ঞরা মনে করছেন, এসব অবৈধ অস্ত্র দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ। তারা অবৈধ অস্ত্র চোরাচালান রোধে সীমান্ত নিরাপত্তা জোরদার এবং আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।
সূত্রঃ https://www.youtube.com/watch?si=DEx8W5GL2q0IfuXN&v=09VMiORkJDM&feature=youtu.be
শিলা ইসলাম