ছবি সংগৃহীত
হজযাত্রীদের জন্য নতুন সিদ্ধান্ত নিল সৌদি সরকার। এবার থেকে শিশুদের নিয়ে হজে যাওয়া যাবে না।
সৌদি আরবের হজ ও উমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, হজের সময় বিপুল ভিড় হয়। শিশুদের সুরক্ষার কথা ভেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ২০২৫ সালের হজে প্রথমবার যারা যাচ্ছেন, তাদের অগ্রাধিকার দেওয়া হবে। সৌদি সরকার ভারতসহ ১৪টি দেশের জন্য ভিসা নীতিতে পরিবর্তন এনেছে। এবার থেকে এই দেশগুলোর নাগরিকরা শুধুমাত্র সিঙ্গল এন্ট্রি ভিসা পাবেন। অর্থাৎ, একবার সৌদি আরবে প্রবেশের পর পুনরায় প্রবেশের সুযোগ থাকবে না।
নতুন নিয়ম অনুযায়ী, এই ১৪ দেশের নাগরিকদের ভিসার মেয়াদ থাকবে মাত্র ৩০ দিন। অতীতে অনেকে মাল্টিপল এন্ট্রি ভিসা নিয়ে হজের সময় অনুমতি ছাড়াই মক্কায় প্রবেশ করতেন। নতুন নীতি সেই সুযোগ বন্ধ করবে।
যে ১৪টি দেশের ভিসা নীতিতে বদল এলেছে সৌদি, সেগুলি হল— ভারত, পাকিস্তান, বাংলাদেশ, মিশর, সুদান, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডন, মরক্কো, নাইজেরিয়া, তিউনিশিয়া, ইয়েমেন।
সূত্র: আনন্দবাজার
আশিক