![জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার: জিল্লুর রহমান জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার: জিল্লুর রহমান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/08-2502102024.jpg)
ছবি: সংগৃহীত
দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে বিশিষ্ট সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, জিয়াউর রহমান আধুনিক বাংলাদেশের রূপকার।
তিনি বলেন, “তার শাসনামলে কঠোরতা থাকলেও, তিনিই দেশে বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেন এবং অর্থনৈতিক উন্নয়নের ভিত্তি গড়ে তোলেন।”
শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ আখ্যা দিয়ে তিনি বলেন, “তার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই। তবে, ১৯৭৫ সালে বাকশাল প্রতিষ্ঠার মাধ্যমে গণতন্ত্রের অবসান নিয়ে বিতর্ক রয়েছে।”
অন্যদিকে, জিয়াউর রহমানের শাসনামল প্রসঙ্গে তিনি বলেন, “তার সময়ে কঠোরতা থাকলেও, তিনিই বাংলাদেশকে বহুদলীয় রাজনীতির পথে ফিরিয়ে আনেন এবং রাষ্ট্রকে একটি আধুনিক কাঠামোর দিকে নিয়ে যান।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সমালোচনা করে জিল্লুর রহমান বলেন, “দেশে প্রকৃত গণতন্ত্র না থাকলে কোনো রাজনৈতিক দলই টিকে থাকতে পারবে না। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে হবে। নির্বাচন সুষ্ঠু না হলে সংকট আরও গভীর হবে।”
শেখ হাসিনার দীর্ঘ শাসনামল সম্পর্কে তিনি বলেন, “১৫ বছরের শাসনে লুটপাট, দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জনগণ বারবার তাকে সুযোগ দিয়েছে, কিন্তু তিনি গণতান্ত্রিক অধিকার নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন।”
তিনি আরও বলেন, “যত দ্রুত নির্বাচন হবে, তত দ্রুত দেশ রক্ষা পাবে। জনগণের ন্যায্য অধিকার ফিরিয়ে দিতে হবে, তা না হলে সামনের দিনগুলো আরও অস্থিতিশীল হবে।”
ভিডিও দেখুন: https://youtu.be/rQRfSKHwZ4A?si=KMuEuDYFyMxrtERB
এম.কে.