![শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ: জিল্লুর রহমান শেখ মুজিব বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ: জিল্লুর রহমান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/07-2-2502102010.jpg)
ছবি: সংগৃহীত
শেখ মুজিবুর রহমানকে বাংলাদেশের স্বাধীনতার প্রধান পুরুষ আখ্যা দিয়ে সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, "তার দেশপ্রেম নিয়ে কোনো প্রশ্ন নেই। তিনি মুক্তিযুদ্ধের সময় দেশে ছিলেন কি ছিলেন না, পাকিস্তানের কারাগারে ছিলেন কি ছিলেন না, আত্মসমর্পণ করলেন না গ্রেফতার হয়েছেন- এই বিতর্কে না গিয়েও বলা যায়, তার নামেই বাংলাদেশ হয়েছে। তাকে নেতা মেনেই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তিনিই বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি।"
তবে, অবশ্যই বাহাত্তরের ১০ জানুয়ারি পর্যন্ত শেখ মুজিব আর তারপরের শেখ মুজিবের মধ্যে একটা বড় পার্থক্য আছে। তার সময়ে ১৯৭৫ সালের বাকশাল সিদ্ধান্ত এবং গণতন্ত্রের অবসান নিয়ে বিতর্ক আছে বলেও মত দেন জিল্লুর রহমান।
দেশে ফ্যাসিবাদের উত্থানের আশঙ্কা প্রকাশ করে তিনি বলেন, "আমি যেমন শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসন দেখতে চাই না, তেমনি নতুন ফ্যাসিবাদও চাই না। আওয়ামী লীগ ক্ষমা চাচ্ছে না, অনুশোচনা করছে না। এর ফলে তাদের ভবিষ্যৎ অন্ধকার।"
রাজনীতির ন্যায়সংগত পথ নিয়ে তিনি বলেন, "যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তাদের সেই ভুল স্বীকার করা উচিত। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া জরুরি, তবে যেভাবে তা করা হয়েছে, তা নিয়ে সমালোচনা করা উচিত। গণজাগরণ মঞ্চ থেকে ফাঁসি চেয়ে ঘৃণা ছড়ানো হয়েছিল, যা আমি সমর্থন করিনি।"
ভিডিও দেখুন: https://youtu.be/rQRfSKHwZ4A?si=KMuEuDYFyMxrtERB
এম.কে.