ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

স্বভাব পরিবর্তন না করলে, স্বৈরাচারের দোসরদের কোথাও জায়গা দেব না: প্রধান উপদেষ্টা

প্রকাশিত: ০২:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ০২:০৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

স্বভাব পরিবর্তন না করলে, স্বৈরাচারের দোসরদের কোথাও জায়গা দেব না: প্রধান উপদেষ্টা

ছবি : সংগৃহীত

নতুন বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখতে এবং জাতিকে ঐক্যবদ্ধ রাখতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, ‘নতুন বাংলাদেশের ভেতরে যারা গণ্ডগোল সৃষ্টি করতে পারে, তাদের নিশ্চিহ্ন করতে হবে।’

শহীদ পরিবার ও আহতদের জন্য রাষ্ট্রীয় সহায়তা কার্যক্রম শুরু

অভ্যুত্থানে আহত ও শহীদ পরিবারকে রাষ্ট্রীয়ভাবে আর্থিক সহায়তা দিতে শুরু করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে ২১টি শহীদ পরিবার ও সাতজন আহত ব্যক্তির মধ্যে আর্থিক চেক হস্তান্তরের মধ্য দিয়ে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা।

এ সময় তিনি বলেন, ‘যাদের ত্যাগের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ বলতে পারছি, তাদের অবদান কোনো অর্থমূল্যে পরিমাপ করা যায় না। তারা ইতিহাসের স্রষ্টা, আর ইতিহাসের স্রষ্টাদের সম্মান দিতে হবে মন থেকে, আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ রেখে নয়।’

তিনি আরও বলেন, ‘যে বাংলাদেশ আমরা নতুনভাবে গড়ে তুলেছি, তাকে রক্ষা করাও আমাদের দায়িত্ব। একে হেলায় হারানো যাবে না। আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে এবং সেই দায়িত্ব নিতে হবে।’

শহীদ পরিবার ও আহতদের জন্য সরকারের বিশেষ কর্মসূচি

অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে হতাহতদের জন্য সরকারের গৃহীত কর্মসূচির বিস্তারিত তুলে ধরা হয়। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী—

জুলাই অভ্যুত্থানে নিহতরা ‘জুলাই শহীদ’ ও আহতরা ‘জুলাই যোদ্ধা’ হিসেবে স্বীকৃতি পাবেন।
প্রতিটি শহীদ পরিবার এককালীন ৩০ লাখ টাকা সহায়তা পাবে, যা দুই ধাপে দেওয়া হবে—

  • ২০২৪-২৫ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ১০ লাখ টাকা।
  • ২০২৫-২৬ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্রের মাধ্যমে ২০ লাখ টাকা।
  • শহীদ পরিবারের সদস্যদের মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে।
  • সরকারি ও আধাসরকারি চাকরিতে শহীদ পরিবারের সদস্যরা অগ্রাধিকার পাবেন।

আহতদের চিকিৎসা ও পুনর্বাসন সুবিধা

আহতদের চিকিৎসা ও পুনর্বাসনের জন্য তাদের দুটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে—

🔹 ‘ক্যাটাগরি এ’ (গুরুতর আহত):

  • এককালীন ৫ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ২ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ৩ লাখ)।
  • মাসিক ২০ হাজার টাকা ভাতা।
  • আজীবন সরকারি হাসপাতালে চিকিৎসা সুবিধা।
  • প্রয়োজনে চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে।
  • কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ ও পুনর্বাসন সুবিধা।

🔹 ‘ক্যাটাগরি বি’ (কম গুরুতর আহত):

  • এককালীন ৩ লাখ টাকা সহায়তা (২০২৪-২৫ অর্থবছরে ১ লাখ, ২০২৫-২৬ অর্থবছরে ২ লাখ)।
  • মাসিক ১৫ হাজার টাকা ভাতা।
  • পুনর্বাসন ও কর্মসংস্থানের জন্য প্রশিক্ষণ।
  • সরকারি চাকরিতে অগ্রাধিকার।

শহীদ ও আহতদের তালিকা প্রকাশ

সরকার ইতোমধ্যে ৮৩৪ জন ‘জুলাই শহীদের তালিকা’ গেজেট আকারে প্রকাশ করেছে এবং আহতদের তালিকাও প্রস্তুত করা হয়েছে। খুব শিগগিরই এটি গেজেট আকারে প্রকাশ করা হবে বলে জানিয়েছে সরকার।

বিচার ও ন্যায়বিচারের প্রতিশ্রুতি

প্রধান উপদেষ্টা বলেন, ‘বিচার অবশ্যই হবে, তবে তাৎক্ষণিক নয়। সুবিচার নিশ্চিত করতে হবে, যেন কোনো অবিচার না হয়। আমরা অবিচারের বিরুদ্ধে দাঁড়িয়েছিলাম বলেই এই সংগ্রাম ও আত্মত্যাগ হয়েছিল। আমাদের ভিন্ন পথে গেলে সেই সংগ্রামের মূল্য হারিয়ে যাবে।’

তিনি আরও বলেন, ‘আমরা সহিংসতা চাই না, আমাদের সজাগ থাকতে হবে। যারা নতুন বাংলাদেশের বিরোধিতা করছে, তাদের সঠিক পথে আনতে হবে অথবা আইনের হাতে সোপর্দ করতে হবে।’

ঐক্যের আহ্বান ও ভবিষ্যৎ পরিকল্পনা

প্রধান উপদেষ্টা সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘আমরা যদি বিভক্ত হয়ে যাই, তাহলে নতুন বাংলাদেশের ভবিষ্যৎ অন্ধকার হবে। আমাদের একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি আশ্বাস দিয়ে বলেন, ‘এই উদ্যোগের মাধ্যমে শহীদ পরিবার ও আহতদের পাশে দাঁড়ানোর যাত্রা শুরু হলো, এটি শেষ নয়। ধাপে ধাপে আরও পদক্ষেপ নেওয়া হবে, যাতে তারা ন্যায্য অধিকার ও সম্মান পান।’

মো. মহিউদ্দিন

×