ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

নতুন স্বাধীনতা, নতুন পতাকা, নতুন জাতীয় সংগীত চাই না: জিল্লুর রহমান

প্রকাশিত: ০১:৩৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫

নতুন স্বাধীনতা, নতুন পতাকা, নতুন জাতীয় সংগীত চাই না: জিল্লুর রহমান

ছবি: সংগৃহীত

দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, "৮ আগস্টের পর যেভাবে নতুন নতুন বয়ান হাজির করা হচ্ছে, তা দেশের জন্য বিপজ্জনক। নতুন স্বাধীনতা, নতুন পতাকা, নতুন জাতীয় সংগীত—এসব চাই না। কারণ, এগুলোর নামে আমাদের দমন-পীড়ন করা হয়েছে। লুটপাটের রাজনীতি, দুর্নীতির রাজত্ব, জেল-জুলুম সবই চলেছে।"

শেখ হাসিনার শাসনামল নিয়ে কঠোর সমালোচনা করে জিল্লুর রহমান বলেন, "শেখ হাসিনার ১৫ বছরের শাসনে লুটপাট, দুঃশাসন ও মানবাধিকার লঙ্ঘন হয়েছে। জনগণ তাকে বারবার সুযোগ দিলেও, তিনি মানুষের ভোটের অধিকার ও মানবাধিকার রক্ষা করেননি। তিনি যেন জাতির ওপর প্রতিশোধ নিতে চান। আওয়ামী লীগের অনেক সমর্থক থাকলেও, তারা ন্যায়ের পক্ষে কথা বলেননি।"

রাজনীতির ন্যায়সংগত পথ নিয়ে তিনি বলেন, "যারা ১৯৭১ সালে পাকিস্তানি বাহিনীর সহযোগী ছিল, তাদের সেই ভুল স্বীকার করা উচিত। যুদ্ধাপরাধীদের বিচার হওয়া জরুরি, তবে যেভাবে তা করা হয়েছে, তা নিয়ে সমালোচনা করা উচিত। গণজাগরণ মঞ্চ থেকে ফাঁসি চেয়ে ঘৃণা ছড়ানো হয়েছিল, যা আমি সমর্থন করিনি।"

তিনি আরও বলেন, "১৫ বছর মানুষ নীরব ছিল, কিন্তু তাদের ক্ষোভ ও দীর্ঘশ্বাস ছিল। যখন সুযোগ এসেছে, জনগণ রাস্তায় নেমে এসেছে। শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই যত দ্রুত নির্বাচন, তত দ্রুত দেশ রক্ষা পাবে।"

ভিডিও দেখুন: https://youtu.be/rQRfSKHwZ4A?si=KMuEuDYFyMxrtERB

এম.কে.

×