![যত দ্রুত নির্বাচন, তত দ্রুত দেশ বেঁচে যাবে: জিল্লুর রহমান যত দ্রুত নির্বাচন, তত দ্রুত দেশ বেঁচে যাবে: জিল্লুর রহমান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/05-2502101902.jpg)
ছবি: সংগৃহীত
দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় সাংবাদিক জিল্লুর রহমান বলেছেন, "যত দ্রুত নির্বাচন, তত দ্রুত দেশ বেঁচে যাবে।"
তিনি বলেন, "আমি কোনো নতুন বাংলাদেশ চাই না, আমি আমার বাংলাদেশ চাই, যে বাংলাদেশের স্বপ্ন ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের আগে এ দেশের মানুষ দেখেছিল। নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, নতুন কিছু শুনলেই আমার এরশাদ আমলের কথা মনে পড়ে। সে সময় ছাত্র আন্দোলনের একজন কর্মী হিসেবে দেখেছি কীভাবে নতুন বাংলায় ছাত্র সমাজকে নির্যাতন করা হয়েছে। আমি চাই মুক্তিযুদ্ধের চেতনায় গড়া উদার গণতান্ত্রিক বাংলাদেশ।"
জিল্লুর রহমান সতর্ক করে বলেন, "দেশে যদি প্রকৃত গণতন্ত্র না থাকে, জনগণের মত প্রকাশের স্বাধীনতা না থাকে, তবে কোনো রাজনৈতিক দলই দীর্ঘস্থায়ী হবে না। জনগণকে ভোটাধিকার ফিরিয়ে দিতে হবে। নির্বাচনে কারসাজি করলে লাভ হবে না। সঠিক গণতান্ত্রিক নির্বাচনই একমাত্র সমাধান।"
তিনি আরও বলেন, "১৫ বছর মানুষ নীরব ছিল, কিন্তু তাদের ক্ষোভ ও দীর্ঘশ্বাস ছিল। যখন সুযোগ এসেছে, জনগণ রাস্তায় নেমে এসেছে। শেখ হাসিনা শেষ পর্যন্ত পালিয়ে যেতে বাধ্য হয়েছেন। তাই যত দ্রুত নির্বাচন, তত দ্রুত দেশ রক্ষা পাবে।"
ভিডিও দেখুন: https://youtu.be/rQRfSKHwZ4A?si=KMuEuDYFyMxrtERB
এম.কে.