ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

তারা বাড়ি ভাঙতে গিয়েছিলো, রক্ষা করতে নয়: এম এ আজিজ

প্রকাশিত: ০০:৩৭, ১১ ফেব্রুয়ারি ২০২৫

তারা বাড়ি ভাঙতে গিয়েছিলো, রক্ষা করতে নয়: এম এ আজিজ

ছবি: সংগৃহীত

সিনিয়র সাংবাদিক এম এ আজিজ বলেছেন, "বিপ্লবের বিপরীতে প্রতি-বিপ্লব থাকেই, আর সেটাই এখন সারা দেশে ঘটছে। আওয়ামী লীগের নেতাদের বাড়ি একের পর এক ভাঙা হচ্ছে। যতই সময়ক্ষেপণ হোক, যতই বিলম্ব হোক, শেষ পর্যন্ত দলীয় জগতে পরিবর্তন আসবেই।"

সম্প্রতি একটি আলোচিত ঘটনার প্রসঙ্গে তিনি বলেন, "এই ছাত্ররা অতীতে কোনো আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, কিন্তু এবারের মতো এত বিতর্কিত হয়নি। তারা রাজনীতি করতে চায়, তবে রাজনীতি শুধু ভোটার হওয়ার মাধ্যমেই সীমাবদ্ধ নয়। যারা জনসেবার নামে নিজের স্বার্থ হাসিল করছে, তারা কীভাবে ভবিষ্যৎ গঠন করবে?"

তিনি আরও বলেন, "সরকারি অর্থের অপচয় ও দুর্নীতির মাত্রা চরমে পৌঁছেছে। স্কয়ার কোম্পানির হেলিকপ্টার ভাড়া করা হয়েছে, কম্বল কেনা হয়েছে ২০,০০০ টাকায়, অথচ সেই অর্থের কোনো জবাবদিহিতা নেই। হেলিপ্যাড বানিয়ে আবার তা ভেঙে ফেলা হয়েছে। জনগণের করের টাকা কীভাবে খরচ হচ্ছে, তার কোনো হিসাব নেই।"

তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, "দেশে চিরুনি অভিযান চালানো হয়েছে, কিছু লোককে গ্রেপ্তার করা হয়েছে, আবার কিছু লোককে হত্যা করা হয়েছে। কিন্তু প্রকৃতপক্ষে এর কোনো ফলাফল আসেনি। বরং বিশৃঙ্খলা আরও বেড়েছে। বর্তমানে বিভিন্ন আন্দোলনে জড়িত শিক্ষার্থীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু এই শিক্ষার্থীরাই তো দেশের ভবিষ্যৎ।"

এম এ আজিজ দাবি করেন, "বিগত কয়েক বছরে শিক্ষাব্যবস্থা ও কর্মসংস্থানের মানোন্নয়নে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বিশ্ব এগিয়ে যাচ্ছে অটোমেশনের দিকে, অথচ আমাদের দেশে শিক্ষার্থীরা এখনো সেই পুরনো পদ্ধতিতে পড়াশোনা করছে। ভবিষ্যতে বিদেশে কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে আসবে, কিন্তু সরকার এ বিষয়ে কোনো পদক্ষেপ নিচ্ছে না।"

তিনি আরও বলেন, "আমাদের দেশে বিজ্ঞানমনস্ক মানুষের সংখ্যা খুব কম, অথচ ভবিষ্যৎ উন্নতির জন্য বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। যদি শিক্ষাব্যবস্থায় আমূল পরিবর্তন না আনা হয়, তাহলে আগামী ১০ বছরে আমাদের কর্মসংস্থান আরও সংকুচিত হয়ে যাবে।"

তার বক্তব্যে স্পষ্ট যে, দেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং ভবিষ্যৎ উন্নয়নের জন্য দায়িত্বশীল নীতি গ্রহণের আহ্বান জানিয়েছেন।

ভিডিও দেখুন: https://youtu.be/xlIMJyVXy5A?si=lXZFtsc-JWi1fTw5

এম.কে.

×