![সারাদেশে গ্রেপ্তার ৩শ’ ৪৩ সারাদেশে গ্রেপ্তার ৩শ’ ৪৩](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/f5-2502101746.jpg)
যৌথবাহিনীর বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে চলমান
যৌথবাহিনীর বিশেষ অভিযানে ঢাকাসহ সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ আরও ৩৪৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া অভিযানকালে অন্যান্য অভিযোগে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ‘অপারেশন ডেভিল হান্টে’ সারাদেশে গ্রেপ্তার করা হয়েছে ৩৪৩ জনকে। এ ছাড়া, চলমান বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে রবিবার রাত থেকে সোমবার পর্যন্ত মোট ১ হাজার ৫২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এ ছাড়া অপারেশন ডেভিল হান্ট অভিযানে একটি বিদেশী পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, ৬টি শর্টগান কার্তুজ, তিনটি ছুরি, তিনটি তলোয়ার, একটি কুড়াল, ১০টি ককটেল, ৮টি লাঠি, ৪টি রড এবং ৪টি রামদা উদ্ধার করা হয়েছে বলে পুলিশের তথ্যে জানানো হয়।
এদিকে, ঢাকার বাইরের বিভিন্ন জেলায় চলমান ‘অপারেশন ডেভিল হান্ট’ এ আরও ২৬০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে গাজীপুরে ৯৬ জন, নীলফামারীতে ৩০, বাগেরহাটে ২৭, চট্টগ্রামে ২৬, ভোলায় ১৪, নারায়ণগঞ্জে ১৩, খাগড়াছড়িতে ১২, ময়মনসিংহে ১০, পটুয়াখালীতে ৮, কুষ্টিয়ায় ৫, রাজশাহীতে ৪, সিরাজগঞ্জ ও বরিশালে ৬, সুনামগঞ্জ ও সাতক্ষীরায় ৪ এবং খুলনা, পিরোজপুর, নোয়াখালী, কক্সবাজার ও টাঙ্গাইলে ১ জন করে গ্রেপ্তার করা হয়েছে।
অপারেশন ডেভিল হান্ট ছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা ও আগের মামলায় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ অভিযুক্তদের আটক করা হয়। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতার।
গাজীপুরে ‘অপারেশন ডেভিল হান্ট’র দ্বিতীয় দিনে আরও ৯৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে গাজীপুর জেলা পুলিশ সিরাজগঞ্জ-৬ আসনের সাবেক এমপি চয়ন ইসলামসহ ২১ জনকে এবং মহানগর যুব মহিলা লীগ সভাপতি আনোয়ারা সরকার আনুসহ ৭৫ জনকে সোমবার সকাল পর্যন্ত গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত দুদিনে গাজীপুরে মোট ১৭৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (সিটি এসবি) মো. আলমগীর হোসেন বলেন, গাজীপুর মহানগরের আটটি থানা এলাকায় রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৭৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে মহানগর যুব মহিলা লীগ সভাপতি আনোয়ারা সরকার আনুকে রাজধানীর উত্তরা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, অপারেশন ডেভিল হান্টের আওতায় সোমবার পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকা থেকে ১১৭ জনকে গ্রেপ্তার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। এর মধ্যে সদর থানায় ৪৪ জন, বাসন থানায় ১৩ জন, কোনাবাড়ি থানায় ৮ জন, কাশিমপুর থানায় ১১ জন, গাছা থানায় ৯জন, পূবাইল থানায় ৫ জন, টঙ্গী পূর্ব থানায় ৯ জন ও টঙ্গী পশ্চিম থানায় ৮ জন, ডিবি উত্তর ৬ ও ডিবি দক্ষিণ ৪ জনকে গ্রেপ্তার করে।
জিএমপি সদর থানার ওসি মো. মেহেদী হাসান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭২ জনকে মহানগরীর ধীরাশ্রম এলাকায় সাবেক মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে বৈষম্যবিরোধী আন্দোলনের ছাত্রদের ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়। এর আগে ওই ঘটনায় আরও ৩৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ওই মামলায় ১১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
অপরদিকে, গাজীপুর জেলার পুলিশ সুপার ড. চৌধুরী মো. যাবের সাদেক জানান, অভিযান চলমান রয়েছে। অপারেশন ডেভিল হান্টের দ্বিতীয় দিন রবিবার দিবাগত রাতে জেলার শ্রীপুর থেকে আটক হয়েছেন আত্মগোপনে থাকা সিরাজগঞ্জ-৬ আসনের আওয়ামী লীগের সাবেক এমপি চয়ন ইসলাম। তিনি প্রায় দুই মাস ধরে তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ী গ্রামের টেডনপাড়া এলাকার প্রয়াত এক আওয়ামী লীগ নেতার বাড়িতে আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, দিবাগত রাতে অভিযান চালিয়ে পুলিশ আওয়ামী লীগ নেতা চয়ন ইসলামসহ ২১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর আগে রবিবার বিকেল পর্যন্ত ৪০ জনকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে জলার ৫টি থানা (কালীগঞ্জ, কাপাসিয়া, জয়দেবপুর, শ্রীপুর ও কালিয়াকৈর) এলাকা থেকে ৬১ জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের গাজীপুরের আদালতে পাঠানো হয়েছে।
টঙ্গী, গাজীপুর ॥ দুই দিনে টঙ্গী পূর্ব-পশ্চিম থানা এলাকায় ডেভিল হান্ট অভিযানে ১৯ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা সবাই আওয়ামী লীগের নেতাকর্মী। সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের পৈত্রিক বাড়িতে অপ্রীতিকর ঘটনায় দায়ের করা মামলায় তাদের আটক করা হয়েছে। সোমবার টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ সূত্রে এ সংবাদ জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ওসি ইসকান্দার হাবিবুর রহমান বলেন, দুদিন অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। টঙ্গী পূর্ব থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, অভিযান চালিয়ে যাদের আটক করা হয়েছে তারা সবাই সাবেক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হকের বাড়িতে সংঘটিত ঘটনায় দায়েরকৃত মামলার আসামি।
আড়াইহাজার, নারায়ণগঞ্জ ॥ উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনাকালে মাদকসেবন অবস্থায় বি. বাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের চার নেতাকে বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে এবং আরও ৯ অপরাধীকে বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রবিবার দিবাগত রাতের বিভিন্ন সময়ে পৃথক পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মাহাবুব হাসান, সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মো. আবু মুছা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামালউদ্দিন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন, জুয়েল রানা, রাসেল। এ ছাড়া আড়াইহাজার উপজেলার আড়াইহাজার পৌর সদরের আওয়ামী লীগ নেতা মো. হারুন অর রশিদ, বাগাদী কান্দাপাড়া এলাকার মো. খাইরুদ্দিন ইমন, কল্যান্দী এলাকার রিফাত হাসান, কামরানীরচর এলাকার হোসাইন গাজী, বগাদী কান্দাপাড়া এলাকার সোহাগ, মোসাদ্দেক হোসেন, সি আর ওয়ারেন্ট ভুক্ত আসামি সোনাকান্দা এলাকার আল আমিন কে পৃথক পৃথক অভিযোগে নিজ নিজ এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ ও যৌথবাহিনী। এদের মধ্যে বাঞ্ছারামপুর এলাকার বিএনপি নেতাদের বিশনন্দী ফেরিঘাট এলাকা থেকে মাদকসেবন অবস্থায় গ্রেপ্তার কার হয়েছে বলে যৌথবাহিনীর সূত্র জানায়। গ্রেপ্তারকৃত ১৩ জনকেই সোমবার নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে বলে আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম ॥ ১৬ থানা এলাকায় অভিযান চালিয়ে ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে চট্টগ্রামে। আসামিরা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মী। সোমবার বিকেলে নগর পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দুপুর থেকে সোমবার দুপুর পর্যন্ত ১৬ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলাসহ বিশেষ ক্ষমতা আইন ও সন্ত্রাসীবিরোধী আইনে এক বা একাধিক মামলা রয়েছে।
রাজশাহী ॥ অপারেশন ডেভিল হান্টে রাজশাহীতে আওয়ামী লীগের চার নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার দিবাগত রাত ১২টা থেকে দুপুর ১২টা পর্যন্ত নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা হলোÑ রাজশাহীর হড়গ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সহ-সভাপতি নয়ন শেখ, আওয়ামী লীগের সক্রিয় কর্মী মো. হানিফ, সাব্বির আহমেদ ও রহিদুল ইসলাম বিশাল।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাতে যৌথবাহিনীর উদ্যোগে মেট্রোপলিটন এলাকার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে মামলা রয়েছে বলেও জানান তিনি।
খুলনা ॥ অপারেশন ডেভিল হান্টের অভিযানে ইনসান শরীফ (২৯) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দিবাগত রাতে নগরীর সোনাডাঙ্গা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শূটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃত ইনসান শরীফ নগরীর সোনাডাঙ্গা তৃতীয় আবাসিকের মো. মোশারফ হোসেনের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) মো. আহসান হাবীব জানান, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী ইনসান শরীফকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শূটার গান, দুই রাউন্ড কার্তুজ এবং সন্ত্রাসী কর্মকা-ে ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন একটি লাল রঙের অ্যাপাচি মোটরসাইকেল উদ্ধার করা হয়। সোমবার তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। এ ছাড়া তার বিরুদ্ধে সোনাডাঙ্গা থানায় দুটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে।
বাগেরহাট ॥ ‘অপারেশন ডেভিল হান্টে’ সোমবার বিকেল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ফকরুল আলম ওরফে সাহেব সরদারসহ ২৭ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার বিকেলে জেলা পুলিশের সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়। সোমবার দুপুরে মোরেলগঞ্জের ফেরিঘাট এলাকা থেকে মোরেলগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সদর ইউপি চেয়ারম্যান মাহামুদ আলী হাওলাদারকে গ্রেপ্তার করা হয়। রাতে রামচন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কাটাবুনিয়া গ্রামের মফেজ ফরাজীর ছেলে শফিকুল ইসলাম (৩২), গুয়াতলা গ্রামের কাদের তালুকদারের ছেলে আওয়ামী লীগ কর্মী দেলোয়ার হোসেন (৬৫) ও তেলিগাতী গ্রামের সুলতান শেখের ছেলে আসাদ শেখকে (৪৮) গ্রেপ্তার করা হয়।
বাগেরহাটের পুলিশ সুপার তৌহিদুল আরিফ বলেন, বিশেষ অভিযানে বিভিন্ন এলাকা থেকে ২৪ ঘণ্টায় ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের সোমবার বিকেলে বিভিন্ন মামলায় আদালতে সোপর্দ করা হয়েছে।
ময়মনসিংহ ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযানে ময়মনসিংহে ১০ জনকে আটক করেছে যৌথবাহিনী। রবিবার রাতে ময়মনসিংহ নগরীসহ বিভিন্ন এলাকায় অভিযানে তাদের আটক করার পর সোমবার দুপুরে ময়মনসিংহ আদালতে নেওয়া হয়। আটককৃতদের মধ্যে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মী রয়েছেন। কোতোয়ালি মডেল থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, সরকার ঘোষিত এ অভিযান চলমান থাকবে। আটককৃতরা হলেনÑ কোতোয়ালি থানাধীন সদরের বয়রা এলাকার আমিনুল ইসলাম সোহেল (৫০), মালগুদাম এলাকার মো. শামিম হোসেন (৩৫), পুরোহিতপাড়া এলাকার খোরশেদ আলম (৩৮), নিউমলা এলাকার মো. হান্নান (৪০), চর-বড়বলা এলাকার মো. শহিদুল ইসলাম (৩৬), ধলা পূর্বধলা নেত্রকোনা জেলার সায়েম এস রিয়াদ (২১), ময়মনসিংহ সদরের কেওয়াটখালী এলাকার মো. কামরুজ্জামান রায়হান (২৮), পুরোহিতপাড়া এলাকার লিমন ওসমান ওরফে ব্রিটিশ লিমন (৩৫), কেবি উসমাইল রোডের মো. শাকিল আহমেদ দীপু (৫৮) এবং আকুয়া এলাকার সাগর উরফে কলা সাগর (২৫)।
বরিশাল ॥ ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে বরিশালে এক আওয়ামী লীগ নেত্রীসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে সোমবার বেলা সাড়ে ১২টার দিকে নগরীর মড়কখোলার পুল এলাকায় কাউনিয়া থানার পুলিশ সদস্যরা একযোগে তল্লাশি কার্যক্রম পরিচালনা করেছেন।
মেট্রোপলিটন পুলিশের এক বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে কোতোয়ালি থানা পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে। পাশাপাশি নগর গোয়েন্দা পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছেন মহানগর মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবিনা ইয়াসমিন সোমা। নগরীর পুলিশ লাইন রোড থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন গোয়েন্দা শাখার ইন্সপেক্টর মো. ছগির হোসেন। গ্রেপ্তারকৃত সাবিনা ইয়াসমিন সোমার বিরুদ্ধে জেলা ও মহানগর বিএনপির অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলা রয়েছে।
কুমিল্লা ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযানে কুমিল্লায় সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার এ অভিযানে কুমিল্লা আদর্শ সদর উপজেলার চারজন, দেবিদ্বারে দুজন ও মুরাদনগরে একজনকে গ্রেপ্তার করা হয়। তারা আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মী বলে জানা গেছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আরাফাতুর ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সিরাজগঞ্জ ॥ অপারেশন ডেভিল হান্ট অভিযানে সিরাজগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মো. শামছুল আজম দুপুরে গ্রেপ্তারের তথ্যটি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- তাড়াশ উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও পশ্চিম পাইকপাড়া গ্রামের দেলোয়ার হোসেন (৪৫), উল্লাপাড়া উপজেলার বাংলা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও ধরইল গ্রামের ফজলার রহমান (৪৯) এবং কাজীপুর উপজেলার মাইজবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক সুমন রেজা (২৪)।
মির্জাপুর, টাঙ্গাইল ॥ উপজেলায় আব্দুর রহমান খান (২৬) নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সোমবার সকালে তরফপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুর রহমান খান তরফপুর ইউনিয়নের তরফপুর গ্রামের জিয়ারত আলী খানের ছেলে। সে তরফপুর ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক বলে জানা গেছে। বৈষ্যম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছররা গুলিতে দু’চোখ হারানো গোড়াই এলাকার হিমেলের মায়ের দায়ের করা মামলায় তার সংশ্লিষ্টতা পাওয়া গেছে বলে পুলিশ জানিয়েছে। মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, দুই চোখ হারানো হিমেলের মায়ের দায়ের করা মামলায় ওই ছাত্রলীগ নেতার সংশ্লিষ্টতা পাওয়া গেছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
ভোলা ॥ জেলায় অপারেশন ডেভিল হান্টে কোস্ট গার্ড অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করেছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার মো. সিয়াম-উল হক স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে রবিবার রাত ১১টা থেকে সোমবার সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ড দক্ষিণ জোন অধীনস্থ বিসিজি বেইস ভোলা সদর উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ১৪ জন আওয়ামী লীগ নেতাকর্মীকে আটক করা হয়। আটককৃতরা হলেনÑ মো. রফিকুল ইসলাম (৪১), মো. সুজন মাতব্বর (৩২), ফেরদৌস আহমেদ (৪৫), রুহুল আমীন মোল্লা (৫০), ইসমাইল মোল্লা (৩০), টিএম সিরাজুল আলম (৪৮), আব্বাস ক্বারী (২৯), মো. ফরিদ দালাল (৫০), জামাল উদ্দিন (৫৫), মো. সামসুদ্দিন পালোয়ান (৫০), মো. ফরিদ শনি (৫২), মো. মফিজুল ইসলাম, (৭৫) মো. মানিক মেম্বার (৫৫), আব্দুর রউফ (৬৭)। সোমবার দুপুরে আটককৃতদের ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়।
পিরোজপুর ॥ কাউখালী উপজেলার চিরাপাড়া পার সাতুরিয়া ইউনিয়ন চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. লাইকুজ্জামান মিন্টুকে (৪৩) গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। রবিবার রাতে পিরোজপুর সদর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাউখালী থানার ওসি মো. সোলায়মান।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের নভেম্বর মাসে কাউখালী উপজেলার বেকুটিয়া নতুন বাজার এলাকায় বিএনপির পোস্টার লাগানোকে কেন্দ্র করে হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনায় কাউখালী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় তাকে সন্দেহজনক হিসেবে গ্রেপ্তার করে ডিবি। গ্রেপ্তারের পর রাতে তাকে কাউখালী থানায় হস্তান্তর করা হয়।
কাউখালী থানার ওসি মো. সোলায়মান বলেন, গোয়েন্দা পুলিশের একটি দল পিরোজপুর থেকে তাকে গ্রেপ্তার করে রাতে কাউখালী থানায় হস্তান্তর করে। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সাতক্ষীরা ॥ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর বিশেষ অভিযানের অংশ হিসেবে সাতক্ষীরার শ্যামনগরে কোস্ট গার্ড ও যৌথবাহিনীর অভিযানে একটি একনালা বন্দুক, বিপুলসংখ্যক দেশীয় অস্ত্রসহ দুই বনদস্যুকে আটক করা হয়েছে। রবিবার রাতে শ্যামনগর উপজেলার চকবারা বাজার সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হচ্ছেনÑ আব্দুল হাকিম গাজী (৬৮) ও তার ছেলে হাফিজুর রহমান গাজি (২৫)। সোমবার দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার সিয়াম-উল-হক ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য জানান।
তিনি জানান, আটককৃত ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে চকবাজার সংলগ্ন নদীতে তাদের কাঠের বোটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা একটি অবৈধ দেশীয় একনালা পাইপগান ও ১৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিরা সুন্দরবনে ডাকাতদের সহযোগিতা করত বলে জিজ্ঞাসাবাদে জানা যায়। উভয়ই সাতক্ষীরার শ্যামনগর থানার চকবারা গ্রামের বাসিন্দা। জব্দকৃত আলামতসহ আটককৃত ব্যক্তিদের পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে সাতক্ষীরার শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে। শ্যামনগর থানার ওসি বিষয়টি নিশ্চিত করেছেন।
নীলফামারী ॥ অপারেশন ডেভিল হান্টে উত্তরাঞ্চলের রংপুর বিভাগের বিভিন্ন স্থানে রবিবার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩০ জনকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া গত ৪৮ ঘণ্টায় মোট ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে শনিবার সকাল ৬টা থেকে রবিবার সকাল ৬টা পর্যন্ত ১৯ জন। রংপুর রেঞ্জ বিভাগীয় পুলিশ কন্ট্রোলরুম সূত্রে এ তথ্য দেওয়া হয়েছে।
সেনবাগ, নোয়াখালী ॥ উপজেলা যুবলীগ নেতা অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদারকে গ্রেপ্তার করেছে সেনবাগ থানা পুলিশ। সোমবার দুপুরে জেলা শহর মাইজদী থেকে সেনবাগ থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ ফোর্স তাকে গ্রেপ্তার করে। দিদার জেলা যুবলীগের সাবেক সহসভাপতি ও সেনবাগ উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। সে উপজেলা কাবিলপুর ইউপির কাবিলপুর গ্রামের আবদুল মোতালেবের ছেলে। তার বিরুদ্ধে সেনবাগ থানায় দুটি মামলা রয়েছে বলে নিশ্চিত করেন থানার ওসি এসএম মিজানুর রহমান।
মোহনগঞ্জ, নেত্রকোনা ॥ মোহনগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে মোহনগঞ্জ পৌর শহরে টেংগাপাড়া গ্রামের ও মোহনগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. সুলতান আহমেদকে রবিবার গভীর রাতে নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। মোহনগঞ্জ থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তার করে সোমবার দুপুরে নেত্রকোনা আদালতে বিধি মোতাবেক পাঠানো হয়েছে।
দুমকি, পটুয়াখালী ॥ ‘অপারেশন ডেভিল হান্ট’র আওতায় রাতভর অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে দুমকি থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই তিনজনকে আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেনÑ উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মৃত আ. মন্নান খানের ছেলে ৩নং ওয়ার্ড কৃষকলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান (৫৪), মজিবুর মৃধার ছেলে পবিপ্রবি ছাত্রলীগের সহ-সভাপতি মশিউর রহমান বাবু (২৭), আঙ্গারিয়া ইউনিয়নের মৃত মফেজ জোমাদ্দারের ছেলে আবু জাফর জোমাদ্দার (৪৯)।
দুমকি থানার ওসি মো. জাকির হোসেন জানান, দুমকি থানায় দায়েরকৃত বিএনপি অফিস ভাঙচুর মামলায় তিনজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে।
বাউফল, পটুয়াখালী ॥ বাউফলে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার তাদের পটুয়াখালী কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেনÑ পৌর এলাকার আবুল হোসেনের ছেলে রিয়াজ হাওলাদার (৩৮) নাজিরপুর ইউনিয়নের আ. মতলেব মৃধার ছেলে আব্দুল ছালাম (৫২), সূর্য্যমনি ইউনিয়নের সেকান্দার আলীর ছেলে জহিরুল ইসলাম (৩৫), কালিশুরি ইউনিয়নের সফিজ উদ্দিনের ছেলে সোহাগ মৃধা (৩০) ও একই ইউনিয়নের নবাব হোসেন সিকদারের ছেলে বজলু শিকদার (৫০)।
বাউফল থানার ওসি কামাল হোসেন জানান, রবিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বাউফল থানায় চলতি বছর ১৩ জানুয়ারি তারিখের দায়েরকৃত একটি বিস্ফোরক আইনে দায়েরকৃত মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
কক্সবাজার ॥ টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর পুরানপাড়া থেকে শ্রমিক লীগের এক নেতাকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে পুরানপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক শহিদ উল্লাহ বাহারছড়া ইউনিয়ন শ্রমিক লীগের ১১ নং যুগ্ম আহ্বায়ক ও পুরানপাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে। এ বিষয়ে বাহারছড়া পুলিশ ওসি (তদন্ত) শোভন কুমার সাহা জানান, ডেভিল হান্টের অংশ হিসেবে অভিযান চালিয়ে এক শ্রমিকলীগ নেতাকে আটক করা হয়েছে।
মিরপুর, কুষ্টিয়া ॥ অপারেশন ডেভিল হান্টে পাঁচ আওয়ামী লীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে মিরপুর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের পাঁচ নেতাকে গ্রেপ্তার করে পুলিশ। তারা হলেনÑ মিরপুর উপজেলা মৎস্যজীবী লীগ সভাপতি তেঘরিয়া এলাকার বেনজীর আহমেদ পলাশ, আমবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোশারফ হোসেন মুশা, কুর্শা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, পোড়াদহ ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক হাজরাহাটি এলাকার বর্তমান মেম্বার দেলোয়ার হোসেন দুলাল ও মিরপুর পৌরসভার আওয়ামী লীগ কর্মী আব্দুর রাজ্জাক পল্টু।
পুলিশ জানায়, রবিবার দিবাগত রাতে মিরপুর উপজেলার মালিহাদ ঝুটিয়াডাঙ্গা এলাকায় নাশকতার প্রস্তুতিকালীন গোপন সংবাদের ভিত্তিতে মিরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে। এ সময় অনেকেই পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত সকলেই আওয়ামী লীগের পদধারী নেতাকর্মী। আসামিদের কাছ থেকে চারটি রামদা, ১২টি বাঁশের লাঠি, ছয়টি রডের টুকরা, আধা বস্তা ইটের টুকরা পাওয়া যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বলেন, নাশকতার প্রস্তুতিকালীন সময় আওয়ামী লীগের পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় অনেকেই পালিয়ে যেতে সক্ষম হয়। তবে, বাকিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। আসামিদের মিরপুর থানায় একটি নাশকতা মামলায় আদালতে পাঠানো হবে।
শাল্লা, সুনামগঞ্জ ॥ সুনামগঞ্জ জেলা পুলিশের বিভিন্ন থানা ও যৌথবাহিনীর সমন্বয়ে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে। অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় শাল্লা উপজেলায় অভিযান চালিয়ে দুই ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেনÑ বাহাড়া ইউপি চেয়ারম্যান বিশ্বজিত চৌধুরী নান্টু (৪৫), শাল্লা ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার (৭০)। এর মধ্যে আব্দুস সাত্তার হলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আর বিশ্বজিত চৌধুরী নান্টু হলেন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন শাল্লা থানার ওসি শফিকুল ইসলাম।
খাগড়াছড়ি ॥ ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় খাগড়াছড়িতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবক লীগের আরও আট নেতাকর্মী গ্রেপ্তার হয়েছেন। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করা হলো। তারা হলেন- চট্টগ্রাম মহসিন কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ও মহালছড়ি উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি অভি দে, দীঘিনালা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফজাল হোসেন, যুবলীগ নেতা মো. হাসেম, আনোয়ারুল হক, আলী আকবর, হেলাল উদ্দিন, ভাইবোনছড়া ইউনিয়ন যুবলীগের যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আব্দুর রহমান জীবন। পুলিশের দাবি, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা অভি দে-কে নাশকতা সৃষ্টি প্রস্তুতির সময় রবিবার রাতে মহালছড়ির ২৪ এলাকা থেকে আটক করা হয়। সে মহালছড়ি টিলা পাড়ার মৃত সুধীর দের ছেলে। তার বিরুদ্ধে জুলাই-আগস্ট বিপ্লবে চট্টগ্রামে ছাত্র-জনতার আন্দোলনে সরাসরি হামলার অভিযোগ রয়েছে।
খাগড়াছড়ি পুলিশ সুপার মো. আরেফিন জুয়েল জানান. অস্থিতিশীলতা সৃষ্টি প্রতিরোধে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেপ্তার করা হয়েছে। এদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত অভিযান চলবে।