ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

ভারতকে ধুলোয় মিশিয়ে দিলেন সাইয়েদ আব্দুল্লাহ

প্রকাশিত: ২৩:০১, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ভারতকে ধুলোয় মিশিয়ে দিলেন সাইয়েদ আব্দুল্লাহ

ছবিঃ সংগৃহীত।

অনলাইন এক্টিভিস্ট এবং তরুণ আইনজীবী সাইয়েদ আব্দুল্লাহ বলেন, শেখ হাসিনার ইচ্ছা করে নিজের হোয়াটসঅ্যাপ মিটিং ফাঁস করছে এবং তার উদ্দেশ্যই বাংলাদেশের মধ্যে অশান্তির সৃষ্টি করা, দাঙ্গা লাগানোর চেষ্টা করা এবং এটা সরকার কোনোভাবেই এভয়েড করতে পারে না । ভারত সরকার হয়তো বলবে এর সাথে আমার কোন সংযোগ নাই কিন্তু এটা বলার সুযোগ নেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো শক্তভাবে পদক্ষেপ নেয়া উচিত ছিল এটার বিরুদ্ধে।

আমি কখনোই মনে করি না শেখ হাসিনা, শেখ হাসিনা হিসেবে বাংলাদেশকে শাসন করেছে বরং সে শাসন করেছে দিল্লির দাসী হিসেবে। ভারতের জন্য বাংলাদেশ ছিল একটি অঘোষিত রাজ্য। অর্থাৎ বাংলাদেশের ব্যাপারে তাদের কোন দায় ছিল না বরং তারা সবকিছু লুটে নিয়ে যেত। বাংলাদেশের যেমন এস আলম ভারতে তেমনি আদান । আপনি দেখেছেন শেখ হাসিনা কিভাবে এই গোষ্ঠীগুলোকে বাংলাদেশের মধ্যে ঢুকিয়েছে। বাংলাদেশের রেল ট্রানজিট দিয়ে দিয়েছে।

অনলাইন এক্টিভিস্ট এবং তরুণ আইনজীবী সাইয়েদ আব্দুল্লাহ বলেন, শাহবাগ নিজেই একটি মব।  শাহবাগ এতটা বাজে ভাবে কাজ করেছে যে, তারা আদালতের রায় কে আন্দোলন করে ঘুরিয়ে তাদের পক্ষে নিয়েছে। শাহবাগ বাংলাদেশের রাজনৈতিক বিভাজনকে এমন একটা জায়গায় নিয়ে গেছে যে আজও বাংলাদেশ একত্রিত হতে পারে নাই। শাহবাগের ব্যাপারটাকে হালকা ভাবে দেখার সুযোগই নেই বরং বাংলাদেশের ফ্যাসিজমের প্রতিষ্ঠাই হয়েছে এই শাহবাগে। যেটা আওয়ামী লীগের ছত্রছায়ায় দিনে দিনে বেড়ে উঠছিল এবং একটা কালচারাল ফ্যাসিজম তৈরি করেছিল।
 

মুহাম্মদ ওমর ফারুক

×