![আজিজুল হক কলেজের ছাত্রদল করা একজনের নাম এসেছে: পিনাকী আজিজুল হক কলেজের ছাত্রদল করা একজনের নাম এসেছে: পিনাকী](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/2-2-2502101651.jpg)
সময়ের আলোচিত বিশষ্ট অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী পিনাকী ভট্টাচার্য এক ফেসবুক পোস্টের মাধ্যমে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে কথা বলেছেন।
সোমবার ( ১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় আনুমানিক ৭ টা ৩০ এ পিনাকী তাঁর ভেরিফায়েড ফেসবুকের এক পোস্টের মাধম্যে এ তথ্য জানিয়েছেন।
পিনাকী তাঁর পোস্টে বলেন,আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের নিয়ে ওয়েব সাইটের প্রাথমিক কাজের স্ক্রিনশট দেয়ায় অনেকে বলছেন, কিছু ফ্যাসিবাদ বিরোধীদেরও নাম এসেছে। এমনকি আজিজুল হক কলেজের ছাত্রদল করা একজনের নাম এসেছে!
সাইটে যা যা প্রকাশিত হবে তা কয়েক স্তরে ভেরিফাই করা হবে উল্লেখ করে পিনাকী আরো বলেন,
তাই প্রকাশিত তথ্যে ভুল থাকার সম্ভাবনা হবে প্রায় শূন্য। খসড়া কাজের কথা মাঝে মাঝে বলতে হয়, নইলে অনেকে মনে করতে পারে যে, কাজ হয়তো কিছুই আগাইতেছে না। আমার কাজের সকল আপডেট আমি এভাবেই জানাই।
তিনি তাঁর পোস্টে আরো বলেন, কয়েক স্তরের ভেরিফিকেশনের পরেও যদি ভুল তথ্য যায়, সেইটার ব্যাপারেও ব্যবস্থা নেয়া যাবে। এখনই উতলা হওয়ার দরকার নাই। কাউকেই প্রমাণ ছাড়া অভিযুক্ত করা হবেনা। স্বচ্ছতার মধ্যে দিয়ে কাজটা সম্পাদিত হবে।
ফুয়াদ