ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ জন্য সরকারি স্বীকৃতি ও সুবিধা ঘোষণা

প্রকাশিত: ২২:৪৬, ১০ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ২২:৫০, ১০ ফেব্রুয়ারি ২০২৫

‘জুলাই শহীদ’ ও ‘জুলাই যোদ্ধাদের’ জন্য সরকারি স্বীকৃতি ও সুবিধা ঘোষণা

ছবি : সংগৃহীত

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের স্বীকৃতি ও পুনর্বাসনের লক্ষ্যে সরকার একটি নতুন সিদ্ধান্ত গ্রহণ করেছে। সরকারি ঘোষণার আওতায়, শহীদদের ‘জুলাই শহীদ’ এবং আহতদের ‘জুলাই যোদ্ধা’ হিসেবে অভিহিত করা হবে। তাদের সম্মানে বিশেষ পরিচয়পত্র প্রদান করা হবে এবং পরিবার ও আহতদের জন্য বিভিন্ন ভাতা ও পুনর্বাসন সুবিধা নিশ্চিত করা হয়েছে।

শহীদ পরিবারদের জন্য আর্থিক সুবিধা

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিটি ‘জুলাই শহীদ’ পরিবারের জন্য এককালীন ৩০ লাখ টাকা ও মাসিক ২০ হাজার টাকা ভাতা প্রদান করা হবে। এছাড়া, শহীদ পরিবারের সদস্যদের সরকারি চাকরিতে অগ্রাধিকার দেওয়া হবে।

আহত যোদ্ধাদের ক্যাটাগরি অনুযায়ী সহায়তা

আহতদের শারীরিক অবস্থার ভিত্তিতে দুইটি ক্যাটাগরিতে বিভক্ত করা হয়েছে—

  • ‘ক্যাটাগরি এ’ (গুরুতর আহত) যোদ্ধারা এককালীন ৫ লাখ টাকা, মাসিক ২০ হাজার টাকা ভাতা এবং আজীবন চিকিৎসা সুবিধা পাবেন।
  • ‘ক্যাটাগরি বি’ (আংশিক আহত) যোদ্ধারা এককালীন ৩ লাখ টাকা ও মাসিক ১৫ হাজার টাকা ভাতা সহ পুনর্বাসন সুবিধা পাবেন।

শহীদ ও আহতদের তালিকা গেজেটে প্রকাশ

সরকারি গেজেটে এখন পর্যন্ত ৮৩৪ জন ‘জুলাই শহীদ’ তালিকাভুক্ত হয়েছেন। আহতদের তালিকা প্রস্তুত করা হচ্ছে এবং শিগগিরই তা প্রকাশ করা হবে বলে জানা গেছে।

সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বিভিন্ন মহল বলছে, এটি শুধু আর্থিক সহায়তা নয়, বরং অভ্যুত্থানে আত্মত্যাগীদের যথাযথ সম্মাননা ও স্বীকৃতি প্রদান।

মো. মহিউদ্দিন

×